ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১
শিরোনাম

কম্পিউটার কাউন্সিলকে তথ্যসেবা দেবে না ইসি


  আরবান ডেস্ক

প্রকাশ :  ২২ ডিসেম্বর ২০২৪, ০৩:০১ দুপুর

চুক্তির শর্ত ভঙ্গ করে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সার্ভারের তথ্য তৃতীয় পক্ষকে দেওয়া ও প্রয়োজনীয় অর্থ পরিশোধ না করায় বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলকে (বিসিসি) আর কোনো তথ্যসেবা দেবে না নির্বাচন কমিশন (ইসি)।

রোববার (২২ ডিসেম্বর) সংস্থাটির এনআইডি শাখার মহাপরিচালক এএসএম হুমায়ুন কবীর এ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বিষয়টি উল্লেখ করেছেন।

তিনি বলেন, নির্বাচন কমিশন থেকে এনআইডির তথ্য-উপাত্ত যাচাই সেবা গ্রহণকারী সরকারি/বেসরকারি প্রতিষ্ঠানের সংখ্যা ১৮৩টি। যার মধ্যে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল অন্যতম। ২০২২ সালের ৪ অক্টোবর নিবন্ধনের মাধ্যমে তথ্য-উপাত্ত যাচাই বিষয়ে নির্বাচন কমিশনের সঙ্গে বিসিসির দ্বিপক্ষীয় চুক্তি হয়। ওই চুক্তিপত্রের শর্তানুযায়ী দ্বিতীয় পক্ষ (বিসিসি) কমিশনের তথ্য-উপাত্ত কোনো অবস্থাতেই অন্য কোনো ব্যক্তি, সত্তা, পক্ষ বা প্রতিষ্ঠানকে হস্তান্তর, বিনিময়, বিক্রয় কিংবা অন্য কোনো পন্থায় দিতে পারবে না মর্মে শর্ত থাকলেও বিসিসি কর্তৃক তা লঙ্ঘন করা হয়েছে। এ বিষয়ে গত ৩ সেপ্টেম্বর বিসিসির কাছে ব্যাখ্যা চাওয়া হলেও বিসিসি জবাব দিতে বিরত থাকে।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত