ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১
শিরোনাম

লঘুচাপে বঙ্গোপসাগরে শুক্রবার থেকে হতে পারে বৃষ্টি


  আরবান ডেস্ক

প্রকাশ :  ১৭ ডিসেম্বর ২০২৪, ০৭:৪১ বিকাল

দক্ষিণ বঙ্গোপসাগরের মধ্যাঞ্চল ও এর আশাপশে সৃষ্ট লঘুচাপের প্রভাবে শুক্রবার থেকে দেশে বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর তথ্য সূত্রে এ খবর জানা গেছে।

আবহাওয়া অধিদপ্তর জানায়, লঘুচাপটি রাতে তৈরি হয়েছে। এটি নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা নেই, তবে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হতে পারে। লঘুচাপটি শ্রীলঙ্কার কাছাকাছি আছে, চট্টগ্রাম-কক্সবাজারের এদিকে যেতে পারে। এর প্রভাবে শুক্রবার থেকে বাংলাদেশে শুধু বৃষ্টি হবে।

এদিকে আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

আবহাওয়ার ডিসেম্বর মাসের দীর্ঘমেয়াদী পূর্বাভাসে বলা হয়েছে, বঙ্গোপসাগরে এক থেকে দুটি লঘুচাপ তৈরি হতে পারে, এর মধ্যে একটি নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। রাতে লঘুচাপটি তৈরি হওয়ার মধ্য দিয়ে চলতি মাসে বঙ্গোপসাগরে দুটি লঘুচাপ তৈরি হলো।

মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশের সর্বনিম্ন ৯ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নথিবদ্ধ হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। সর্বোচ্চ ৩১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দেখেছে ফেনী।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত