ট্রুডোর মন্তব্যে কপালে ভাঁজ পরলো ভারতের?
আরবান ডেস্ক
প্রকাশ : ১০ নভেম্বর ২০২৪, ০২:২৯ রাত
কানাডায় খালিস্তান সমর্থকদের উপস্থিতির কথা স্বীকার করেছেন দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। তবে তিনি এও বলেছেন, তারা সামগ্রিকভাবে শিখ সম্প্রদায়ের প্রতিনিধিত্ব করেন না।
খালিস্তানপন্থি নেতা হরদীপ সিং নিজ্জর হত্যাকাণ্ড নিয়ে ভারতের সঙ্গে চলমান কূটনৈতিক বিরোধের মধ্যে সম্প্রতি অটোয়ার পার্লামেন্ট হিলে দীপাবলি উদযাপনের সময় তিনি এ মন্তব্য করেন। ট্রুডো বলেন, “কানাডায় খালিস্তান সমর্থক অনেকে থাকলেও তারা যেমন সামগ্রিকভাবে শিখ সম্প্রদায়ের প্রতিনিধিত্ব করেন না; তেমনভাবে কানাডায় প্রধানমন্ত্রী (নরেন্দ্র মোদী) সরকারের সমর্থক থাকলেও তারা সব কানাডীয় হিন্দুর প্রতিনিধিত্ব করেন না।”
সাম্প্রতিক সময়ে ভারত-কানাডা সম্পর্কের ক্রমে ‘অবনতি’ হয়েছে। ট্রুডোর কথায়, “কানাডায় অনেক খালিস্তানপন্থী আছেন তবে সামগ্রিক ভাবে শিখ সম্প্রদায় বলতে সেটি বোঝায় না। মোদী সরকারেরও অনেক সমর্থক রয়েছেন কানাডায় কিন্তু তারা সার্বিক ভাবে কানাডায় বসবাসকারী হিন্দুদের প্রতিনিধিত্ব করেন না। ”
প্রসঙ্গত, গত সোমবারই কানাডার পার্লামেন্টে ট্রুডো বলেছিলেন, ‘‘খালিস্তানি বিচ্ছিন্নতাবাদীরা কানাডায় শিখদের প্রতিনিধিত্ব করেন না। ’’ ওই মন্তব্যের পর দীপাবলির অনুষ্ঠানে আবারও সেই বার্তাই দেওয়ার চেষ্টা করলেন ট্রুডো। একই সঙ্গে তিনি স্বীকার করে নিয়েছেন অনেক খলিস্তানপন্থীই কানাডায় রয়েছেন।
তবে দিল্লির সঙ্গে কানাডায় কূটনৈতিক সম্পর্কের যে টানাপড়েন চলছে, সেটিরও একটি প্রচ্ছন্ন বার্তা উঠে এসেছে ট্রুডোর গলায়। তিনি বোঝানোর চেষ্টা করেছেন, কানাডায় বসবাসকারী সকল হিন্দু মোদীর সরকারের সমর্থক নন। উল্লেখ্য, কানাডার সঙ্গে ভারতের কূটনৈতিক সম্পর্ক সাম্প্রতিক কালে বেশ টলমল পরিস্থিতিতে রয়েছে। খালিস্তানিপন্থী নেতা হরদীপ সিংহ নিজ্জরের হত্যার পর থেকেই কানাডা এবং ভারতের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের অবনতি ঘটেছে। নিজ্জর হত্যাকাণ্ডে ভারতের ‘ভূমিকা’ রয়েছে বলে অভিযোগ করেছিলেন ট্রুডো।
যদিও ভারত তা শুরু থেকেই অস্বীকার করে আসছে।