ঢাকা, শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ৬ পৌষ ১৪৩১
শিরোনাম

পূর্ণকালীন কোচ হিসেবে নিয়োগ পেলেন জয়সুরিয়া


  আরবান ডেস্ক

প্রকাশ :  ০৭ অক্টোবর ২০২৪, ০৯:১৬ রাত

অন্তর্বর্তীকালীন কোচ থেকে এবার শ্রীলংকান ক্রিকেটে পূর্ণকালীন কোচ হিসেবেই নিয়োগ পেয়েছেন সনাৎ জয়সুরিয়া। প্রায় দুই বছরের জন্য হেড কোচ হিসেবে দেশটির সাবেক এই অধিনায়ককে রেখে দিয়েছে শ্রীলংকা ক্রিকেট। আজ সোমবার বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে লংকান ক্রিকেট বোর্ড। জয়সুরিয়া নিজেও নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে বিষয়টি জানিয়েছেন।

এ বছরের ১ অক্টোবর থেকে শুরু হয়ে আগামী ৩১ মার্চ ২০২৬ সাল পর্যন্ত হেড কোচের দায়িত্ব সামলাবেন জয়সুরিয়া। এর আগে ২০১৩ সালে প্রধান নির্বাচক হিসেবে নিয়োগ পেয়েছিলেন জয়াসুরিয়া। পরে ২০১৫ সাল পর্যন্ত সে দায়িত্ব পালন করেছিলেন তিনি।

দ্বিতীয় মেয়াদে ২০১৬ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত একই দায়িত্ব ছিল জয়সুরিয়ার কাঁধে। মাঝে ২০১৯ সালে শ্রীলংকা ক্রিকেটে দুর্নীতির তদন্তে অসহযোগিতার দায়ে দুই বছরের জন্য নিষেধাজ্ঞায় ছিলেন তিনি।

এদিকে সম্প্রতি বেশ বাজে সময়ই পার করছিল শ্রীলংকা ক্রিকেট। ২০২৩ সালে ভারতের মাটিতে ওয়ানডে বিশ্বকাপে বাজে পারফর্মের জেরে চ্যাম্পিয়ন্স ট্রফিতে জায়গা হারায় দলটি। আবার রাজনৈতিক হস্তক্ষেপের কারণে আইসিসি থেকে নিষেধাজ্ঞার কবলেও পড়তে হয়েছিল।

এর আগে চলতি বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপে শ্রীলঙ্কার ব্যর্থতার জেরে কোচের পদ থেকে পদত্যাগ করেছিলেন ক্রিস সিলভারউড। তার জায়গায় অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব নিয়েই লংকানদের দারুণ সাফল্য এনে দিয়েছেন জয়সুরিয়া।

ঘরের মাটিতে ভারত ও নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জয় এবং ইংল্যান্ডের মাটিতে স্বাগতিক দলকে টেস্টে দশ বছর পর হারানোর কৃতিত্ব দেখায় শ্রীলংকা। কিউইদের বিপক্ষে টেস্ট সিরিজ জয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের রেসেও উঠে এসেছে তারা।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত