ঢাকা, শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ৬ পৌষ ১৪৩১
শিরোনাম

নেত্রকোনায় বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ উপলক্ষে পুরস্কার বিতরণ, আলোচনা সভা অনুষ্ঠিত


  মো: আরিফুল ইসলাম

প্রকাশ :  ০৭ অক্টোবর ২০২৪, ০২:২৫ দুপুর

আজ সোমবার ৯ অক্টোবর সকাল ১১টায় জেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমি নেত্রকোনার আয়োজনে জেলা পাবলিক  হলে পুরস্কার বিতরণ ও আলোচনা সভা  অনুষ্ঠিত হয়। 

প্রতিটি শিশুর অধিকার, রক্ষা আমাদের অঙ্গীকার, 

এই প্রতিপাদ্য নিয়ে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ উপলক্ষে  আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে নেত্রকোণা পাবলিক হলে।

প্রতিটি শিশুর অধিকার নিশ্চিত করতে সকলের জায়গা থেকে সকলেই সচেতন থাকতে হবে এবং সচেতন করতে হবে।

 

অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) রাফিকুজ্জামানের সভাপতিত্বে ও গাজী মিথিলার  সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নেত্রকোনা জেলা প্রশাসক বনানী বিশ্বাস।

বিশেষ অতিথির বক্তব্য দেন, শিক্ষা ও আইসিটি বিভাগের অতিরিক্ত জেলা প্রশাসক শামীমা ইয়াসমিন। 

আরও বক্তব্য দেন, জেলা শিশু কর্মকর্তা মোঃ মেহেদী হাসান, নেত্রকোণা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী জিনাত, আঞ্জুমান আদর্শ সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী সৌমিক প্রমুখ। 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত