ঢাকা, রবিবার, ১০ নভেম্বর ২০২৪, ২৫ কার্তিক ১৪৩১
শিরোনাম

পূর্বধলায় ২৬ বোতল ভারতীয় মদসহ আটক ৪


  মোস্তাক আহমেদ খান

প্রকাশ :  ০৫ অক্টোবর ২০২৪, ০৪:১৯ দুপুর

নেত্রকোনার পূর্বধলার লাল মিয়ার বাজারস্থ শ্রমিক ইউনিয়ন অফিসের সামনের দুর্গাপুর-শ্যামগঞ্জ সড়কের পাকা রাস্তার উপর থেকে ২৬ বোতল ভারতীয় তৈরি মদসহ মোঃ রেজাউল করিম (২৭), তামান্না লিজা (২৩), মোছাঃ কনক আক্তার (২৯) ও লাইলা আক্তার (২৩) নামে ৪ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। 

গতকাল শুক্রবার রাতে "সাথী ক্লাসিক" পরিবহন নামীয় একটি যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো-ব-১২-৩১৪৭) তল্লাশি করে ২৬ বোতল ভারতীয় মদসহ ৪ মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। গ্রেপ্তারকৃত ব্যাক্তিদ্বয় হলেন, নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার নারায়ণডহর গ্রামের মোঃ ফজলুল হকের ছেলে মোঃ রেজাউল করিম (২৭), একই গ্রামের রেজাউল করিম এর স্ত্রী তামান্না লিজা (২৩), নেত্রকোনা জেলার বারহাট্রা উপজেলার পশ্চিম ছালিপুরা গ্রামের মোঃ শামছু মিয়ার মেয়ে মোছাঃ কনক আক্তার (২৯) ও বগুড়া জেলার সারিয়াকান্দি উপজেলার কুতুবপুর গ্রামের মৃত নিয়ামত আলীর মেয়ে ও রতন মিয়ার স্ত্রী ( বর্তমান ঠিকানাঃ গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার মাওনা গ্রামের নতুন বাজার সুলেমানের বাসা) লাইলা আক্তার (২৩)।

পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রিয়াদ মাহমুদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে ২৬ বোতল ভারতীয় মদসহ ৪ ব্যক্তিকে আটক করা হয়েছে। আটককৃত ব্যাক্তিরা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসায়া করে আসছিল। পূর্বধলা থানার এসআই মোঃ শওকত আলী সঙ্গীয় ফোর্সসহ তাদেরকে আটক করে। আটককৃত ব্যাক্তিদের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত