শেরপুরে ঐতিহাসিক মাইসাহেবা মসজিদের কমিটি গঠন সভাপতি আওয়াল-সাধারণ সম্পাদক তারা
রফিক মজিদ, শেরপুর প্রতিনিধি
প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৪, ১০:১৪ দুপুর
শেরপুরের ঐতিহ্যের অহংকার, জেলার কেন্দ্রীয় ও আধ্যাত্বিক মসজিদ খ্যাত মাইসাহেবা জামে মসজিদের কমিটি গঠিত হয়েছে।
৪ অক্টোবর শুক্রবার বাদ জুমা হাজারও মুসুল্লিদের উপস্থিতি ও মতামতের উপর ভিত্তি করে আলহাজ্ব আওয়াল চৌধুরিকে সভাপতি ও ফজলুর রহমান তারাকে সাধারন সম্পাদক করে দ্বিবার্ষিক এই কমিটি ঘোষনা করেন জেলা বিএনপির সভাপতি মাহমুদুদল হক রুবেল ও সাধারণ সম্পাদক মোঃ হযরত আলী।
কমিটি গঠনের আগে ওই দুই নেতা সকল মুসুল্লিদের মতামত নেন। কমিটির বাকী পদ পরে ঘোষনা করা হবে বলে জানিয়েছেন সদ্য কমিটির নতুন সভাপতি/সাধারণ সম্পাদক। আগের মত এবারও রাজনৈতিক হস্তক্ষেপে কমিটি হয়েছে সত্য তবে এবার কমিটি করার ব্যাপারে অনেকটা সময় ধরে সাধারনের মতমত নেওয়া হয়েছে। নতুন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক দু’জনেই ৮০ ও ৯০ দশকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক ছিলেন। ফজলুর রহমান তারা, মসজিদ সংলগ্ন শেরপুর সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের ১৯৯০ সালে নির্বাচিত জিএস ছিলেন। আওয়াল চৌধুরি ও ফজলুর রহমান তারা ছাত্ররাজনীতি থেকেই গুরু-শিষ্য।