ঢাকা, শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ৬ পৌষ ১৪৩১
শিরোনাম

রাবেয়া আলী মহিলা ডিগ্রি কলেজ পরিচালনা পরিষদের সভাপতি হলেন প্রতিষ্ঠাতা অধ্যক্ষ রাবেয়া আলী


  সুহাদা মেহজাবিন

প্রকাশ :  ০২ অক্টোবর ২০২৪, ১০:৪৭ রাত

নেত্রকোনার পূর্বধলায় ঐতিহ্যবাহী নারী শিক্ষার অন্যতম প্রতিষ্ঠান রাবেয়া আলী মহিলা ডিগ্রি কলেজের গভর্নিং বডির সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন সাবেক সংসদ সদস্য মরহুম আলহাজ্ব ডাঃ মোহাম্মদ আলী’র সহধর্মিনী ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যক্ষ রাবেয়া আলী।

গভর্নিং বডির সভাপতি মনোনীত হওয়ায় পূর্বধলা উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ আনন্দ প্রকাশ করে। এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন  জানিয়েছেন উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব বাবুল আলম তালুকদার, যুগ্ম আহ্বায়ক আনোয়ারুল ইসলাম আনার, ইসতিয়াক আহমেদ বাবুসহ অনেকেই।

কলেজটি ১৯৯৪ সালে ডাক্তার মোহাম্মদ আলী প্রতিষ্ঠিত করেন। রাবেয়া আলী সামাজিক কর্মকাণ্ডের অন্যতম কাজ নারী শিক্ষার প্রতিষ্ঠিত রাবেয়া আলী মহিলা ডিগ্রি কলেজটিকে দেশের অন্যতম শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসেবে এগিয়ে নিবেন এ প্রত্যাশায় প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন উপজেলা বাসী। 

অধ্যক্ষ রাবেয়া আলী সাবেক এম,এল,এ মরহুম আকবর আলীর কন্যা ও সাবেক সংসদ সদস্য মরহুম আলহাজ্ব ডাঃ মোহাম্মদ আলী’র সহধর্মিনী ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য। 

রাবেয়া আলী ময়মনসিংহ মুমিনুন্নেছা কলেজের সাবেক ভিপি, ঢাকা তেঁজগাও থানা মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক, তেঁজগাও থানার সাবেক মহিলা দলের সভাপতি, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে বিএনপি'র জাতীয় নির্বাহী কমিটির সদস্য৷ বেগম খালেদা জিয়ার বিশ্বস্ত হাতিয়ার। 

তিনি রাবেয়া আলী মহিলা ডিগ্রী কলেজ, ডাঃ মোহাম্মদ আলী উচ্চ বিদ্যালয়, বোর্ড বাজার সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠাসহ শিক্ষাঙ্গনে অসামান্য অবদান রেখেছেন। 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত