ঢাকা, শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ৬ পৌষ ১৪৩১
শিরোনাম

আরেক হত্যা মামলায় আসাদুজ্জামান নূর গ্রেফতার


  আরবান ডেস্ক

প্রকাশ :  ২৯ সেপ্টেম্বর ২০২৪, ০১:৩৮ দুপুর

রাজধানীর মিরপুরে মামুন নামের একজনকে হত্যার অভিযোগে সাবেক সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরকে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত। আজ রোববার (২৯ সেপ্টেম্বর) ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুল হক এ আদেশ দেন।

এদিন সিএমএম আদালতে মামলার তদন্ত কর্মকর্তা ও মিরপুর মডেল থানার উপপরিদর্শক (এসআই) আব্দুর রহমান আসাদুজ্জামান নূরকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। শুনানি শেষে বিচারক গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন। পরে এ মামলায় তাকে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়।

নথি থেকে জানা গেছে, গত ১৫ সেপ্টেম্বর রাত ১১টায় বেইলি রোডের নওরতন কলোনি থেকে আসাদুজ্জামান নূরকে গ্রেপ্তার করা হয়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত