ঢাকা, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১
শিরোনাম

পূর্বধলায় স্মার্ট ইকো-ভিলেজ ও পুষ্টিকর গ্রাম ঘোষণার অগ্রগতি উদযাপন


  নাহিদ আলম, স্টাফ রিপোর্টার

প্রকাশ :  ১৭ সেপ্টেম্বর ২০২৪, ০৪:০৮ দুপুর

নেত্রকোনার পূর্বধলায় পরিবেশ বান্ধব গ্রাম, গ্রাম ওয়াস কমিটি, শিশু ও যুব ফোরামের আয়োজনে পূর্বধলা এপি ওয়াল্ড ভিশনের সহায়তায় স্মার্ট ইকো-ভিলেজ ও পুষ্টিকর গ্রাম ঘোষনা অগ্রগতি উদযাপন-২০২৪ করা হয়েছে। 

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে পূর্বধলা জগৎমনি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে পূর্বধলা এপি নান্দাইল এসিও প্রশান্ত নাফাক এর সভাপতিত্বে লাইভলীহুড স্পেশালিষ্ট কফিল উদ্দিন মাহমুদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনা জেলা প্রশাসক বনানী বিশ্বাস।

এসময় বিশেষ হিসেবে উপস্থিত ছিলেন, পূর্বধলা উপজেলা নির্বাহী অফিসার মো: খবিরুল আহসান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজনীন আখতার, পূর্বধলা থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ তাজুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মাহমুদুল হাসান মামুন।

এসময় উপস্থিত ছিলেন, পূর্বধলা এপি ওয়াল্ড ভিশনের প্রোগ্রাম অফিসার মানসী মোদক, তাপসী সাংমা, নিঝুম সাংমা, হাফিজুল সোহাগ, বাবলী রংমা, তম্ময় সাংমা, হেলথ স্পেশালিষ্ট ডা: আজিজ, মনিটরিং অফিসার মানিক ভৌমিক, পূর্বধলা জগৎমনি পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নুরে আলম ছিদ্দিকি মামুন, হোগলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সিরাজ ইসলাম আকন্দ খোকন, ঘাগড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান একেএম মাজহারুল ইসলাম রানা, জারিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম মন্ডল নান্টু, আগিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সানোয়ার হোসেন চৌধুরী, বিশকাকুনী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আমিরুল ইসলাম আল-আমিন, উপজেলা  ইউথ্ ফোরাম, উপজেলা শিশু ফোরাম ও গ্রাম প্রতিনিধি। 

শুরুতে জেলা প্রশাসকে শিশু ও যুব ফোরামের শিশুরা নৃত্য পরিবেশন করে ক্রেস্ট ও ফুল দিয়ে বরণ করে নেয়। 

ওয়ার্ল্ড ভিশন সূত্রে জানা গেছে, উপজেলার হোগলা ইউনিয়নের সোহাগীডহর, ঘাগড়া ইউনিয়নের পানিশানা, জারিয়া ইউনিয়নের দেওটুকোন, সদর ইউনিয়নের ছোট ইলাসপুর, আগিয়া ইউনিয়ন আগিয়া, বিশকাকুনী ইউনিয়নের ধলা ৬টি গ্রামকে প্রশিক্ষণের মাধ্যমে অর্গানিক কালচার ব্যবহার, স্যানিটারী পায়খানা ব্যবহার, প্রত্যেক পরিবারের বাড়ির আঙিনায় সবজি চাষ, গবাদি পশু-পাখি পালনসহ প্রতিটি পরিবারে ভার্মি কম্পোষ্ট তরল ও অন্যান্য জৈবসার ব্যবহার এবং বিষমুক্ত ও রাসায়নিকমুক্ত ফলজ শাকসবজি চাষে উদ্বুদ্ধ করণেরর মধ্য দিয়ে স্মার্ট ইকো ভিলেজের অগ্রগতি উৎযাপন করা হয়েছে।

শেষে জেলা প্রশাসক বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং শেষে শিশুদের মাঝে মুরগী, কৃষকদের জৈব সার প্লান্ট বিতরণ করা হয়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত