বারহাট্টা উপজেলা আওয়ামী লীগের সভাপতি খোকন তিনদিনের রিমান্ডে
মো: আরিফুল ইসলাম
প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৩৫ দুপুর
নেত্রকোণার বারহাট্টা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি খায়রুল কবির খোকনকে গ্রেপ্তার করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১৪।
বিভিন্ন তথ্য সূত্রে জানা গেছে, জেলার বারহাট্টায় ছাত্র আন্দোলনে গুলিবর্ষণ করার অভিযোগ এনে গত বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকেলের দিকে ঢাকার কল্যাণপুর থেকে খায়রুল কবির খোকনকে গ্রেপ্তার করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
গত শুক্রবার (১৩ সেপ্টেম্বর) বিকেলের দিকে নেত্রকোণা জেলার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আশরাফুন নাহার এর আদালতে হাজির করা হলে খায়রুল কবির খোকন কে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।
বুধবার (১৮ সেপ্টেম্বর) সকাল ১১ টার দিকে নেত্রকোণা জেলার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে খায়রুল কবির খোকন কে হাজির করা হলে বিচারক কামাল হোসাইন তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
আদালত সূত্রে জানা গেছে, আসামী পক্ষের আইনজীবী সানওয়ার হোসেন ভুঁইয়া খায়রুল কবীর খোকনের জামিন মঞ্জুর প্রার্থনা করেন। অপরদিকে বাদী পক্ষের আইনজীবী জিয়া উদ্দিন আসামী খায়রুল কবির খোকনের জামিন নামঞ্জুর সহ রিমান্ড আবেদন করেন। বিজ্ঞ বিচারক আইনশৃংখলা বাহিনীর হেফাজতে জিজ্ঞাসাবাদের জন্যে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন বলে জানা যায়।
মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, গত ৪ আগস্ট খায়রুল কবির খোকন ও স্থানীয় আওয়ামী লীগ দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে বারহাট্টা উপজেলার মাইল্যাব ডায়াগনস্টিক সেন্টারে হামলা চালায়। এ সময় হামলাকারীরা ডায়াগনস্টিক সেন্টারের মালামাল লুটপাট ও ভাঙচুর করে ত্রাস সৃষ্টি করে। এছাড়া মিছিলে খায়রুল কবির খোকন ফাঁকা গুলি ছুড়ে মিছিলটি ছত্রভঙ্গ করে দেন।
এ ঘটনায় মো. আশিক মিয়া বাদী হয়ে গত ১৯ আগস্ট নেত্রকোণার বারহাট্টা থানায় মামলা করেন। এজাহার নামীয় আসামিরা গ্রেপ্তার এড়াতে অজ্ঞাতস্থানে পলাতক। আসামিদের আইনের আওতায় নিয়ে আসতে র্যাব গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আসামির অবস্থান নিশ্চিত হয়ে র্যাব-১৪, কিশোরগঞ্জ ক্যাম্প ও র্যাব-৪, সদর কোম্পানি অভিযান চালিয়ে বৃহস্পতিবার ঢাকার কল্যাণপুর থেকে আসামি খায়রুল কবির খোকনকে গ্রেপ্তার করে।