বিশ্বব্যাংক বাংলাদেশকে ২০০ কোটি ডলার দিতে পারে : মার্টিন রেইজার
আরবান ডেস্ক
প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০১:৫৫ দুপুর
চলতি অর্থবছরে বিশ্বব্যাংক বাংলাদেশকে বাজেট সহায়তাসহ প্রায় ২ বিলিয়ন বা ২০০ কোটি ডলার অর্থ সহায়তা দেওয়ার পরিকল্পনা করছে। সহায়তার পরিমাণ আরও বাড়তে পারে, কারণ চলমান প্রকল্পের অর্থ ভিন্ন খাতে স্থানান্তরের সম্ভাবনা রয়েছে। আজ সচিবালয়ে অন্তর্বর্তী সরকারের অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদের সঙ্গে বৈঠকের পর বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট মার্টিন রেইজার এ তথ্য জানান।
মার্টিন রেইজার বলেন, বৈঠকে কাঠামোগত ও ব্যাংকিং খাতের সংস্কার নিয়ে আলোচনা হয়েছে। তিনি উল্লেখ করেন, বিশ্বব্যাংক দীর্ঘদিন ধরে বাংলাদেশের অংশীদার এবং এই সম্পর্ক ভবিষ্যতেও অব্যাহত থাকবে। বাজেট সহায়তা ছাড়াও স্বাস্থ্য ও জ্বালানি খাতসহ আরও কিছু গুরুত্বপূর্ণ প্রকল্পে অর্থায়নের পরিকল্পনা রয়েছে।