ঢাকা, মঙ্গলবার, ০৮ অক্টোবর ২০২৪, ২২ আশ্বিন ১৪৩১
শিরোনাম

ডিসির সাথে জাতীয় মানবাধিকার সোসাইটি মুন্সীগঞ্জ জেলা শাখার মতবিনিময়


  লিটন মাহমুদ, মুন্সীগঞ্জ প্রতিনিধি

প্রকাশ :  ১৯ সেপ্টেম্বর ২০২৪, ১০:০৪ দুপুর

মুন্সীগঞ্জ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফাতেমা তুল জান্নাত এর সাথে সৌজন্য সাক্ষাত ও মতবিনিময় করেছেন জাতীয় মানবাধিকার সোসাইটি মুন্সীগঞ্জ জেলা শাখার নেতৃবৃন্দ। বুধবার জেলা প্রশাসকের কাছে সৌজন্য সাক্ষাতের পর সংগঠনের নেতৃবৃন্দ জেলা শাখার নবগঠিত কমিটি হস্তান্তর করেন  এবং সংগঠনের কার্যক্রম সম্পর্কে অবহিত করেন। 
 
মতবিনিময় সভায় জেলা শাখার সাংগঠনিক সম্পাদক পলাশ চন্দ্র ঘোষ বলেন, মানবাধিকার সংস্থা বা মানবাধিকার সংগঠন হলো এমন একটি বেসরকারী সংস্থা যা নিপীড়িতদের মানবাধিকার লঙ্ঘন সনাক্তকরণ, ঘটনার তথ্য সংগ্রহ, এর বিশ্লেষণ ও প্রকাশনা, প্রাতিষ্ঠানিক উকিল পরিচালনা করার মাধ্যমে জনসচেতনতার প্রচার করে থাকে। এই প্রতিষ্ঠানগুলি মানবাধিকারের লঙ্ঘন ও সহিংসতা থামানোর জন্য প্রচেষ্টটা চালায়। এ প্রসঙ্গে জেলা প্রশাসনের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন। 
 
আলোচনা সভায় উপস্থিত ছিলেন জেলা শাখার সভাপতি মোঃ আলমগীর মিয়া, সাধারণ সম্পাদক মোঃ নূর হোসেন , তথ্য সম্পাদক মোঃ মঞ্জিল দেওয়ান, নারী কল্যাণ সম্পাদক ডাক্তার তাহমিনা হাবিব, সিনিয়র সহ-সভাপতি আক্তার হোসেন তালুকদার, মোঃ ফোরকান খান, সাইদুর রহমান পাইক, মোঃ খোকন মিয়া, ইয়াসিন সেখ সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত