মুন্সীগঞ্জে টঙ্গী বাড়ীতে দুই বিএনপি নেতাকে বহিস্কার
লিটন মাহমুদ, মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৫৮ দুপুর
দলীয় শৃঙ্খলাভঙ্গের দায়ে মুন্সিগঞ্জের দুই নেতাকে বহিস্কার করেছে বিএনপি। বহিষ্কৃত দুই বিএনপি নেতা হলেন- টঙ্গিবাড়ি থানার দীঘিরপাড় ইউনিয়ন বিএনপির সভাপতি ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোঃ শামীম মোল্লা এবং একই থানার কামারখাড়া ইউনিয়নের সাংগঠনিক সম্পাদল কামাল বেপাড়ী।
বুধবার (১৮ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই দুই নেতাকে বহিস্কারের কথা জানান জেলা বিএনপির সদস্য সচিব মোঃ কামরুজ্জামান রতন।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলাভঙ্গ ও দলের সুনাম ক্ষুণ্ণ করায় তাদের বিরুদ্ধে এই শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া হয়েছে।