শেরপুরে একসেলারেটেড এডুকেশন মডেল বাস্তবায়নের অভিজ্ঞতা বিনিময় সভা
রফিক মজিদ, শেরপুর প্রতিনিধি
প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০৩:০৬ দুপুর
শেরপুরে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের ঝড়ে পড়া রোধ ও শিক্ষার মান উন্নয়নের লক্ষে একসেলারেটেড এডুকেশন মডেল বাস্তবায়নের অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
১৯ সেপ্টেম্বর বৃহস্প্রতিবার দুপুরে জেলা প্রাথমিক শিক্ষা অফিসের হলরুমে ব্র্যাক ইএমডিসি'র শিক্ষা কর্মসূচীর আয়োজনে এ অভিজ্ঞতা মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
ব্র্যাকের সিনিয়র এডভাইজার প্রফুল্ল চন্দ্র বর্মন এর সভাপতিত্বে অনুষ্ঠিত অভিজ্ঞতা মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. ওবায়দুল্লাহ।
অনুষ্ঠানের শুরুতে অতিথিদেরকে ক্ষুদে শিক্ষার্থীরা ফুল দিয়ে বরণ করে নেয়। এরপর স্বাগত বক্তব্য রাখেন ব্র্যাক শিক্ষা প্রকল্পের জেলা সমন্বয়ক ফারহানা মিল্কি। এরপর মূল প্রবন্ধ উপস্থাপন করেন ব্র্যাক কর্মকর্তা মৌসুমি আহমেদ সিলভিয়া ও আমেনা বেগম।
এসময় অতিথিদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ব্র্যাকের বিভাগীয় কর্মকর্তা আমেনা বেগম, ডেপুটি ম্যানেজার নাজমা আক্তার, কর্মসূচী ব্যবস্থাপক কামরুস সালাম, এছড়াও বিভিন্ন উপজেলার শিক্ষা কর্মকর্তাদের মধ্যে আকরাম হোসেন, মোস্তাফিজুর রহমান, আরিফুর রহমান, মো. শহিদুজ্জামান প্রমূখ।
অতিথিদের বক্তব্যর আগে ব্র্যাকের বিভিন্ন প্রাক প্রাথমিক বিদ্যালয়, ব্র্যাক স্কুল এবং সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ঝড়ে পড়া রোধে করণীয়, পাঠদানে আকর্ষণ, দ্রুত শিক্ষণ পদ্ধতি ও শিক্ষার মান উন্নয়নে করণীয় বিষয়ে নানা প্রস্তাবনা তুলে ধরে জেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন আখতারুজ্জামান, গোলাম রাব্বানী, আনিসুর রহমান, ফজলুল করিম, রাখাল চন্দ্র প্রমূখ।
মতবিনিময় সভায় জেলার ৫ উপজেলার শিক্ষা কর্মকর্তা, ৩১ জন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ প্রায় শতাধিক শিক্ষক, শিক্ষা অফিসার ও ব্র্যাকের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।