ইমরান খান ও বুশরা বিবির ১৫ দিনের রিমান্ড মঞ্জুর
আরবান ডেস্ক
প্রকাশ : ২১ আগস্ট ২০২৪, ১০:৩৩ দুপুর
সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআইয়ের শীর্ষ নেতা ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবির ১৫ দিনের বিচারিক হেফাজত (রিমান্ড) মঞ্জুর করেছেন পাকিস্তানের দুর্নীতিবিরোধী বিশেষ আদালত। সোমবার রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে রাষ্ট্রীয় উপহার (তোশাখানা) সংক্রান্ত নতুন একটি মামলায় শুনানি নিয়ে বিচারক রিমান্ড আবেদন মঞ্জুর করেন।
আগামী ২ সেপ্টেম্বর তাদের আদালতে হাজির করার আদেশ দিয়েছেন আদালত। অপর একটি মামলায় ১০ দিনের রিমান্ড শেষে তারা সোমবার আদালতে উপস্থিত ছিলেন। ৮ আগস্ট তাদের এই রিমান্ড মঞ্জুর করা হয়েছিল।