লেখক গবেষক আলী আহাম্মদ খান আইয়োব এর মাতা মরিয়মের নেছা'র ইন্তেকাল
![](https://ajkerarban.com/public/images/2024-04/20240406_181651_1712405848.jpg)
নাহিদ আলম, স্টাফ রিপোর্টার
প্রকাশ : ১৩ জুলাই ২০২৪, ০১:৪২ দুপুর
![](https://ajkerarban.com/public/images/2024-07/28_original_1720848069.jpg)
নেত্রকোনার পূর্বধলা উপজেলার খলিশাপুর ইউনিয়নের খানপাড়া গ্রামের লেখক গবেষক ও পূর্বধলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাকালীন সহ-সভাপতি বর্তমান কার্যকরী পরিষদের সিনিয়র সদস্য আলী আহাম্মদ খান আইয়োব এর মাতা মরিয়মের নেছা গতকাল (১২ জুলাই) দিবারাত ১০টা ১৫ মিনিটের সময় বার্ধক্য জনিত কারনে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৭ বছর।
মৃত্যুকালে তিনি ১ ছেলে, ১ মেয়ে, নাতি-নাতনি সহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে যান।
মরহুমার জানাজার নামাজ আজ দুপুর ২টা ৩০ মিনিটে খলিশাপুর উনার নিজ বাড়িতে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
তাঁর মৃত্যুতে স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আহমদ হোসেন, উপজেলা চেয়ারম্যান এটিএম ফয়জুর সিরাজ জুয়েল, উপজেলা ভাইস চেয়ারম্যান হাফেজ আব্দুল্লাহ আল আলী, আজকের আরবানের প্রকাশক ও সম্পাদক সৈয়দ আরিফুজ্জামান, পূর্বধলা প্রেসক্লাবের সভাপতি জুলফিকার আলী শাহীন, পূর্বধলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জায়েজুল ইসলাম গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।