সালথায় যুবলীগ কর্মী ফরহাদ গ্রেপ্তার
আরবান ডেস্ক
প্রকাশ : ১৬ জানুয়ারী ২০২৬, ০৬:৪১ বিকাল

ফরিদপুরের সালথায় কার্যক্রম
নিষিদ্ধ যুবলীগের কর্মী সোহেল রানা ফরহাদ (৩৫) কে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ শুক্রবার (১৬ জানুয়ারী) সকাল ১০ টার দিকে উপজেলার সোনাপুর বাজার এলাকা থেকে সালথা থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।
সোহেল রানা সোনাপুর ইউনিয়নের যোগারদিয়া গ্রামের খলিল মোল্যার ছেলে।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ বাবলুর রহমান খান বলেন, একটি মামলার গ্রেপ্তারী পরোয়ানা সহ একাধিক মামলার আসামী সোহেল রানা ফরহাদকে গ্রেপ্তার করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।







