শাহাদত হোসেন মন্ডলের ইন্তেকাল: মানবিক নেতৃত্বের এক নীরব প্রস্থান
সুহাদা মেহজাবিন
প্রকাশ : ১৪ ডিসেম্বর ২০২৫, ১২:১৩ রাত

উদয়ন স্বাবলম্বী সংস্থার প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক, উদয়ন বালিকা উচ্চ বিদ্যালয় এবং উদয়ন মহিলা ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা শাহাদত হোসেন মন্ডল আজ ১৩ ডিসেম্বর (শনিবার) সন্ধ্যা ৬টায় নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স ছিল ৬২ বছর। তিনি গত কয়েকদিন ধরে অসুস্থতায় ভুগছিলেন।
শাহাদত হোসেন মন্ডল ছিলেন একজন দূরদর্শী সমাজসংগঠক, শিক্ষানুরাগী ও মানবিক নেতৃত্বের প্রতীক। সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষমতায়ন এবং নারী শিক্ষার প্রসারে তাঁর অবদান অনস্বীকার্য। তাঁর প্রতিষ্ঠিত উদয়ন স্বাবলম্বী সংস্থা দীর্ঘদিন ধরে সমাজ উন্নয়ন, স্বাবলম্বিতা সৃষ্টি এবং মানবিক মূল্যবোধ জাগ্রত করতে কার্যকর ভূমিকা রেখে চলেছে।
এছাড়া উদয়ন বালিকা উচ্চ বিদ্যালয় ও উদয়ন মহিলা ডিগ্রি কলেজ প্রতিষ্ঠার মাধ্যমে তিনি মেয়েদের জন্য মানসম্মত ও নিরাপদ শিক্ষার সুযোগ সৃষ্টি করেন। এই প্রতিষ্ঠানগুলো আজ শুধু শিক্ষাকেন্দ্র নয়, বরং অসংখ্য শিক্ষার্থীর স্বপ্ন পূরণের আশ্রয়স্থল।
ব্যক্তি হিসেবে তিনি ছিলেন অত্যন্ত সজ্জন, আন্তরিক ও সহানুভূতিশীল। সহজ-সরল আচরণ, মানুষের প্রতি গভীর ভালোবাসা এবং নীরব পরিশ্রমের মাধ্যমে তিনি সবার হৃদয়ে স্থান করে নিয়েছিলেন। তাঁর প্রজ্ঞা ও মানবিকতা সহকর্মী, শিক্ষার্থী ও স্থানীয় জনগণের কাছে অনুপ্রেরণার উৎস ছিল।
মরহুমের জানাজার নামাজ ১৪ ডিসেম্বর (রবিবার) বেলা ১১টায় অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
তাঁর ইন্তেকালে উদয়ন পরিবারসহ শিক্ষা ও সমাজ উন্নয়ন অঙ্গনে সৃষ্টি হয়েছে এক অপূরণীয় শূন্যতা। আমরা তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি এবং মরহুমের রূহের মাগফিরাত কামনা করছি।






