শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫, ১২ পৌষ ১৪৩২
শিরোনাম

পূর্বধলায় জাতীয় পার্টির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন ওয়াহিদুজ্জামান তালুকদার আজাদ


  নাহিদ আলম, স্টাফ রিপোর্টার

প্রকাশ :  ২৪ ডিসেম্বর ২০২৫, ১০:১০ রাত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নেত্রকোনা-৫ (পূর্বধলা) আসনে -এর একক প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন পূর্বধলা উপজেলা জাতীয় পার্টির সভাপতি ওয়াহিদুজ্জামান তালুকদার আজাদ।

বুধবার (২৪ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. আনিছুর রহমান খান-এর কার্যালয় থেকে প্রার্থীর পক্ষে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ফরম সংগ্রহ করেন দলীয় নেতাকর্মীরা।

মনোনয়ন ফরম সংগ্রহকালে উপস্থিত ছিলেন পূর্বধলা উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আব্দুস সালাম, পূর্বধলা উপজেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মদ মেহের আলী, জাতীয় ছাত্র সমাজ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোঃ জুয়েল মিয়া,জাতীয় যুব সংহতির যুগ্ম আহ্বায়ক তরিকুল ইসলাম জয়সহ স্থানীয় পর্যায়ের নেতাকর্মীরা।

দীর্ঘ রাজনৈতিক জীবনের অধিকারী ওয়াহিদুজ্জামান তালুকদার আজাদ ১৯৯২ সালে জাতীয় ছাত্র সমাজের পূর্বধলা ডিগ্রি কলেজ শাখার সভাপতি নির্বাচিত হওয়ার মাধ্যমে সক্রিয় রাজনীতিতে প্রবেশ করেন। পরবর্তীতে তিনি জাতীয় ছাত্র সমাজ উপজেলা কমিটির সভাপতি ও জাতীয় যুব সংহতির উপজেলা সভাপতির দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি নেত্রকোনা জেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক এবং পূর্বধলা উপজেলা কমিটির সভাপতির দায়িত্বে রয়েছেন।

রাজনীতির পাশাপাশি তিনি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সঙ্গেও সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন। দলীয় সূত্রে জানা গেছে, এবারসহ তিনি জাতীয় পার্টি থেকে মোট চারবার জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন পেয়েছেন।

দলীয় নেতাকর্মীরা জানান, অভিজ্ঞ ও ত্যাগী নেতা হিসেবে ওয়াহিদুজ্জামান তালুকদার আজাদ স্থানীয় পর্যায়ে ব্যাপক পরিচিত। আসন্ন নির্বাচনকে ঘিরে তাকে কেন্দ্র করে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত