নেত্রকোণা-৫ আসনে বিএনপির চূড়ান্ত প্রার্থী আবু তাহের তালুকদার
নাহিদ আলম, স্টাফ রিপোর্টার
প্রকাশ : ২৪ ডিসেম্বর ২০২৫, ১০:১২ রাত

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোণা-৫ (পূর্বধলা) আসনে (বিএনপি)-এর চূড়ান্ত প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন আলহাজ্ব আবু তাহের তালুকদার। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে তার মনোনয়ন নিশ্চিত করা হয়।
বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে ইস্যু করা মনোনয়নপত্র অনুযায়ী, ১৬১ নেত্রকোণা-৫ (পূর্বধলা) সংসদীয় আসনে ধানের শীষ প্রতীকে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে দলের পক্ষ থেকে আবু তাহের তালুকদারকে চূড়ান্ত মনোনয়ন দেওয়া হয়েছে।
গত ১৮ ডিসেম্বর স্বাক্ষরিত ওই চিঠির আজ বুধবার খবর প্রকাশের পর থেকেই পূর্বধলা উপজেলা জুড়ে বিএনপির নেতা-কর্মী ও সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা দেখা গেছে।
দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রামে পরীক্ষিত নেতা আবু তাহের তালুকদার বর্তমানে পূর্বধলা উপজেলা বিএনপির আহ্বায়কের দায়িত্ব পালন করছেন। তাকে ধানের শীষ প্রতীকে প্রার্থী করায় তৃণমূল পর্যায়ের নেতা-কর্মীরা দলীয় হাইকমান্ডের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তাদের আশা, অভিজ্ঞ ও ত্যাগী এই নেতার নেতৃত্বে আসন্ন নির্বাচনে বিএনপি শক্ত অবস্থান গড়ে তুলতে পারবে।
আবু তাহের তালুকদারের রাজনৈতিক জীবনের সূচনা ছাত্র রাজনীতির মাধ্যমে। ১৯৭৯ সালে তিনি নেত্রকোণা জেলা ছাত্রদলের প্রতিষ্ঠাকালীন সমাজসেবা বিষয়ক সম্পাদক ছিলেন। পরবর্তীতে তিনি জেলা ছাত্রদলের আহ্বায়ক, নেত্রকোণা সরকারি কলেজ ছাত্র সংসদের ভিপি এবং কেন্দ্রীয় ছাত্রদলের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। স্বৈরাচারবিরোধী আন্দোলনে তিনি নেত্রকোণা জেলা ছাত্রঐক্যের আহ্বায়ক হিসেবেও সক্রিয় ভূমিকা রাখেন।
জেলা বিএনপির রাজনীতিতে তিনি তিনবার সাধারণ সম্পাদক ও একবার সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। সর্বশেষ ২০২৫ সালে তিনি পূর্বধলা উপজেলা বিএনপির আহ্বায়ক নির্বাচিত হন।
দলীয় আন্দোলন ও কর্মসূচিতে সক্রিয় থাকার কারণে বিভিন্ন সময়ে তিনি হামলা, মামলা ও কারাবরণের শিকার হয়েছেন। ২০১৩ সালে হরতাল চলাকালে পুলিশের গুলিতে তিনি গুরুতর আহত হন। এছাড়া ২০১৮ সালের জাতীয় নির্বাচন ও ২০২৩ সালে নির্বাচন বর্জনের দাবিতে কর্মসূচির সময় তার বাসভবনে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। দলীয় সূত্রে জানা গেছে, তার বিরুদ্ধে অর্ধশতাধিক মামলা রয়েছে, যেগুলো মিথ্যা ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।
মনোনয়ন পাওয়ার পর আবু তাহের তালুকদার বলেন, “কেন্দ্রীয় হাইকমান্ডের আস্থা ও ধানের শীষ প্রতীকে মনোনয়ন দেওয়ার জন্য আমি কৃতজ্ঞ। জনগণের ভোটাধিকার পুনরুদ্ধারে এবং গণতন্ত্র প্রতিষ্ঠায় শেষ পর্যন্ত সংগ্রাম চালাব। সকলকে আহ্বান জানাই-চলুন ব্যক্তিগত ভেদাভেদ ভুলে গিয়ে এক পতাকার নিচে, এক প্রতীকের পক্ষে ঐক্যবদ্ধ হই। আজ ব্যক্তি নয়, গ্রুপ নয়-আমাদের পরিচয় বিএনপি ও ধানের শীষ। ইনশাআল্লাহ, ঐক্যবদ্ধ প্রচেষ্টায় আমাদের লক্ষ্য সফল হবে।”


_medium_1766577981.jpg)

_medium_1766563316.jpg)
_medium_1766559859.jpg)

