কলমাকান্দায় মানবিক কর্মসূচির আওতায় জিআর সহায়তা বিতরণ
ফখরুল আলম খসরু, কলমাকান্দা প্রতিনিধি
প্রকাশ : ২৪ ডিসেম্বর ২০২৫, ০২:২৬ দুপুর
_original_1766559859.jpg)
নেত্রকোণার কলমাকান্দা উপজেলা প্রশাসন ও দুর্যোগ,ত্রাণ দপ্তরের আয়োজনে উপজেলা পরিষদের হল রুমে মানবিক সহায়তা বিতরন করা হয়েছে।
ইউএনও মাসুদুর রহমান এ-র সভাপতিত্বে বিতরন কার্যক্রমের অংশ হিসেবে উপজেলার ৭৪ টি খৃষ্টীয় গির্জায় পৃথকভাবে ৫০০ কেজি চাউল তথা ৬৭ টন,বিভিন্ন এতিমখানা, মাদ্রাসা ও শিক্ষা প্রতিষ্ঠানে তথা ৩৮ সংস্থা কে ৫০০ কেজি করে চাউল পৃথক পৃথক ভাবে প্রদান করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা ত্রান ও দুর্যোগ কর্মকর্তা মো, মমিনুল ইসলাম, উপজেলা প্রকৌশলী মমিনুল হক ও দুর্যোগ বিভাগের উপ সহকারী প্রকৌশলী মাহমুদুল হাসান সহ গির্জা কর্তৃপক্ষ, এতিম খানা শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান গণ।



_medium_1766577981.jpg)
_medium_1766563316.jpg)
_medium_1766559859.jpg)

