হবিগঞ্জে খড় বোঝাই ট্রাক থেকে ১০০ কেজি গাঁজাসহ আটক ২
মো: মহিউদ্দিন আহাম্মেদ
প্রকাশ : ২৪ ডিসেম্বর ২০২৫, ০২:২৭ দুপুর
_original_1766563316.jpg)
হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) মাদক ও চোরাচালান বিরোধী অভিযানে খড় বোঝাই একটি ট্রাক থেকে ১০০ কেজি ভারতীয় গাঁজাসহ দুইজন মাদক পাচারকারীকে আটক করেছে। জব্দকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য ৩ লাখ ৭০ হাজার টাকা।
বিজিবি সূত্রে জানা যায়, ২৪ ডিসেম্বর রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া বিওপির একটি টহলদল ঢাকা–সিলেট পুরাতন মহাসড়কের জগদীশপুর এলাকায় সন্দেহজনক একটি পণ্যবাহী ট্রাক থামিয়ে তল্লাশি চালায়। এসময় ট্রাকের ভেতরে গরুর খাবার (খড়) এর নিচে বস্তার মধ্যে অভিনব কায়দায় লুকানো অবস্থায় ১০০ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়।
এ ঘটনায় আটককৃতরা হলেন-মাধবপুর উপজেলার এবংএকই উপজেলার কৃষ্ণপুর গ্রামের ছিদ্দিক আলীর ছেলে রহমত আলী (৪৩)।
এ বিষয়ে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান বলেন, “বর্ডার গার্ড বাংলাদেশ দেশের সীমান্ত নিরাপত্তা রক্ষার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে সর্বোচ্চ আন্তরিকতা ও কঠোরতার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে। মাদকমুক্ত সমাজ গঠনে বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
আটককৃত আসামি ও জব্দকৃত মাদক আইনানুগ প্রক্রিয়ায় মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে। মাদক ও চোরাচালান চক্রের বিরুদ্ধে বিজিবির গোয়েন্দা নজরদারি ও অভিযান চলমান রয়েছে।



_medium_1766577981.jpg)
_medium_1766563316.jpg)
_medium_1766559859.jpg)

