নেত্রকোনায় "টেকসই উন্নয়নে পর্যটন" প্রতিপাদ্যে বিশ্ব পর্যটন দিবস পালিত
আবুল আরশাদ
প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৫, ০৫:১০ বিকাল
২৭ সেপ্টেম্বর বিশ্ব পর্যটন দিবস। ‘টেকসই উন্নয়নে পর্যটন’ এই প্রতিপাদ্য নিয়ে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে এই দিবস পালিত হচ্ছে।

পর্যটনের ভূমিকা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিসহ সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক উপযোগিতাকে বিশ্বব্যাপী ছড়িয়ে দেয়া এ দিবসের লক্ষ্য।
দিবসটি উদযাপন উপলক্ষ্যে শনিবার (২৭ সেপ্টেম্বর) নেত্রকোনায় স্বেচ্ছাসেবী সংস্থা একটিভিটি ফর রিফরমেশন অব বেসিক নীডস - আরবান বিভিন্ন কর্মসূচি গ্রহন করে। সকাল ১০টায় আরবান একাডেমিতে "বেকারত্ব নিরসনে পর্যটন" এর উপর যুবদের অংশগ্রহনে এক রচনা প্রতিযোগিতার আয়োজন করে। প্রতিযোগিতা পরিচালনা করেন নেত্রকোনা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক সৈয়দ মারুফুজ্জামান রাসেল। এসময় উপস্থিত ছিলেন আরবান এর সমন্বয়কারী মো: আবুল আরশাদ, আরবান একাডেমির ভাইস প্রিন্সিপাল ফিরোজ মিয়া,আজকের আরবান ডটকম এর স্টাফ রিপোর্টার নাহিদ আলম,আরবান আইটির ম্যানেজার রিমা আক্তারসহ অনেকেই। রচনায় শেরপুর, নেত্রকোনা ও সুনামগঞ্জ অঞ্চলের পাহাড় ও হাওরের মানুষের জীবন যাপনের চিত্র উঠে আসে। এ অঞ্চলের পাহাড়, টিলা,সাদা মাটি,কয়লা,সাদা পাথর এবং হাওরকে ঘিরে পর্যটন শিল্পের অপার সম্ভাবনা,সীমাবদ্ধতা ও করণীয় বিষয়গুলো অত্যন্ত চমতকার ভাবে উপস্থাপন করা হয়।
অন্যান্য কর্মসূচির মধ্যে রয়েছে-চিত্রাংকন প্রতিযোগীতা, সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনাসভা ও পুরস্কার বিতরণ।
বিশ্বব্যাপী পর্যটনের প্রচার ও প্রসারে ১৯৮০ সাল থেকে জাতিসংঘের পর্যটন বিষয়ক সংস্থা ঘোষিত এ দিবসটি সব সদস্য দেশে যথাযথ মর্যাদায় উদ্যাপন করে আসছে। বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে দিবসটি উদ্যাপন করতে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, অধীন দপ্তর-সংস্থা, ট্যুরিস্ট পুলিশ এবং অন্যান্য সরকারি-বেসরকারি সংগঠন বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে।


_medium_1760246930.jpg)




