স্পেনের মাদ্রিদে বারে ভয়াবহ বিস্ফোরণ

আরবান ডেস্ক
প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৫, ১০:১১ দুপুর
_original_1757823105.jpg)
স্পেনের রাজধানী মাদ্রিদের একটি বারে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২৫ জন আহত হয়েছেন। এদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
শনিবার স্থানীয় সময় দুপুর তিনটার দিকে ভ্যালেকাস এলাকার ওই বারে এ ঘটনা ঘটে।
ঘটনার পরপরই পুলিশ, ফায়ার সার্ভিস ও অ্যাম্বুল্যান্স ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে ভর্তি করে। গুরুতর আহতদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। বিস্ফোরণে ‘মিস টেসোরোস’ নামের বারটির ব্যাপক ক্ষতি হয়েছে।
প্রাথমিক তদন্তে জানা গেছে, গ্যাস লিকেজের কারণে এ দুর্ঘটনা ঘটেছে। তবে ঘটনার রহস্য উদঘাটনে আরও অধিকতর তদন্ত করছে পুলিশ।
হঠাৎ বিস্ফোরণে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, প্রচণ্ড শব্দে চারপাশ কেঁপে ওঠে। ঘটনার পর বার ও আশপাশের এলাকা ঘিরে নিরাপত্তা জোরদার করেছে পুলিশ। সূত্র: এপি, আরব নিউজ, ডয়েচে ভেলে