মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২
শিরোনাম

বিদ্যুৎ না থাকায় ডিইপিজেডে উৎপাদন কার্যক্রম বন্ধ


  আরবান ডেস্ক

প্রকাশ :  ২৯ এপ্রিল ২০২৫, ১১:০৩ দুপুর

ঢাকা ইপিজেডের বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠানের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। এতে ঢাকা ইপিজেডের কারখানাগুলো শ্রমিকদের ছুটি দিতে বাধ্য হয়েছে, দুপুর থেকে বন্ধ রয়েছে উৎপাদন।

সোমবার (২৮ এপ্রিল) সোমবার দুপুর থেকে বিদ্যুৎ না থাকায় ছুটি দেয়া হয়েছে ঢাকা ইপিজেডের সকল কারখানা। বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান ইউনাইটেড পাওয়ারের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করায় এ অবস্থা তৈরি হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

ডিইপিজেডের কর্মকর্তারা জানান, সোমবার দুপুর ১ টা ১০ মিনিটের দিকে হঠাৎ করে ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (ডিইপিজেড) বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। তিতাস গ্যাস কর্তৃপক্ষ ইউনাইটেড পাওয়ারকে গ্যাস সরবরাহ বন্ধ করে দেয়ায় তারা বিদ্যুৎ উৎপাদন করতে পারেনি। এতে করে ডিইপিজেডে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়।

ডিইপিজেডের নির্বাহী পরিচালক মো. শরীফুল ইসলাম বলেন, তিতাস গ্যাস কর্তৃপক্ষ ইউনাইটেড পাওয়ারকে ডিইপিজেডে বিদ্যুৎ সরবরাহের প্রকল্পটিতে গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। গ্যাস সংযোগ বিচ্ছিন্ন হওয়ায় তারা বিদ্যুৎ উৎপাদন করতে না পারায় ডিইপিজেডে বিদ্যুৎ সরবরাহ করতে পারছে না। দুপুরের পর কিছু কারখানা জেনারেটর দিয়ে উৎপাদন চালু রেখেছিল। কিন্তু এটা অনেক ব্যয়বহুল।

তিনি বলেন, বিদ্যুৎ সংযোগ না থাকায় বড় ধরনের বিপর্যয়ের মুখে পরতে হয়েছে। কাল (মঙ্গলবার) যদি এটি অব্যাহত থাকে তবে সংকট আরো বাড়বে। কোন প্রকার নোটিশ না দিয়ে এ ধরনের ঘটনায় বিদেশি প্রতিষ্ঠানগুলো নানাভাবে ক্ষতিগ্রস্ত হবে। তিতাস বলতেছে, ইউনাইটেড পাওয়ারের কাছে বিল বকেয়া রয়েছে। তারা বকেয়া পরিশোধ করেনি। এ ব্যাপারে আদালতে দীর্ঘদিন ধরে মামলা চলছে। কিন্তু আমাদের কথা হচ্ছে বেপজাকে কোন ধরনের পূর্ব নোটিশ না দিয়ে হঠাৎ করে ধরনের পদক্ষেপ নিয়েছেন। এখানে বেপজার সাথে কোন ইস্যু নেই, ইস্যুটা ইউনাইটেড পাওয়ারের সাথে তিতাস গ্যাসের।

ইউনাইটেড পাওয়ার প্লান্টের ব্যবস্থাপক মো. মমতাজ হাসান বলেন, তিতাস কর্তৃপক্ষ কেন এমনটি করলেন সে ব্যাপারে এখানকার তিতাসের লোকজন কিছু বলতে পারেননি। আমরা নিজেরাও বিষয়টি নিয়ে জানি না।

তিতাসের আশুলিয়া আঞ্চলিক কার্যালয়ের ব্যবস্থাপক প্রকৌশলী আবু ছালেহ মুহাম্মদ খাদেমুদ্দীন বলেন, গ্যাস বিল বকেয়া থাকায় গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এটি সরকারের ঊর্ধ্বতন মহলের সিদ্ধান্ত। দুপুরের দিকে গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

নিরাপত্তা ঝুঁকি এড়াতে পল্লী বিদ্যুতের সহায়তায় ইপিজেডের ভেতরের সড়ক বাতিসহ আলো জ্বালিয়ে রাখা হয়েছে। বর্তমানে ঢাকা ইপিজেডের ৪৫ মেগাওয়াট বিদ্যুতের চাহিদা রয়েছে পল্লী বিদ্যুতের পক্ষ থেকে ২৫ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহের আশ্বাস মিলেছে বলে নিশ্চিত করেছে ঢাকা ইপিজেড কর্তৃপক্ষ।

উল্লেখ্য, ঢাকার সাভার উপজেলার আশুলিয়া থানাধীন এলাকায় ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের অবস্থান। এখানে পোশাক কারখানাসহ বিভিন্ন পণ্য উৎপাদনকারী প্রায় ৯০ টি চালু রয়েছে। এসব কারখানায় শ্রমিকের সংখ্যা প্রায় ১ লাখ।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত