ইসরায়েলি গোয়েন্দা প্রধানের পদত্যাগের ঘোষণা

আরবান ডেস্ক
প্রকাশ : ২৯ এপ্রিল ২০২৫, ১১:০০ দুপুর
_original_1745902803.jpg)
ইসরায়েলের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা শিন বেটের প্রধান নির্বাহী রোনেন বার তার পদত্যাগের ঘোষণা দিয়েছে। আগামী ১৫ জুন পদত্যাগ করবেন তিনি।
স্থানীয় সময় সোমবার (২৮ এপ্রিল) এক বিবৃতিতে রোনেন এ কথা জানিয়েছেন বলে নিশ্চিত করেছে বার্তা সংস্থা রয়টার্স।
গাজায় সামরিক অভিযান নিয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বেশ কয়েক সপ্তাহ ধরে মতপার্থক্য ও টানাপোড়েনের পর পদত্যাগের ঘোষণা দিলেন তিনি।
সোমবার ওই বিবৃতিতে তিনি বলেন, আমি আমার ৩৫ বছরের চাকরিজীবনের ইতি টানছি। আগামী ১৫ জুন আমি পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছি। এই সময়সীমার মধ্যে একজন যোগ্য ও পেশাদার উত্তরসূরীকে বেছে নেওয়া এবং তার হাতে দায়িত্ব অর্পণ করা হবে।
শিন বেট ইসরায়েলের সবচেয়ে প্রভাবশালী নিরাপত্তা সংস্থা। এই সংস্থাটি সন্ত্রাস ও সন্ত্রাসী হামলার তদন্তের জন্য দায়িত্বপ্রাপ্ত। ২০২৩ সালের ৭ অক্টোবর ফিলিস্তিনের গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাস যে নজিরবিহীন সন্ত্রাসী হামলা চালিয়েছিল, সেটির প্রধান তদন্তকারী সংস্থার ভূমিকায় ছিল শিন বেট।