মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২
শিরোনাম

পূর্বধলায় জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন


  নাহিদ আলম, স্টাফ রিপোর্টার

প্রকাশ :  ২৮ এপ্রিল ২০২৫, ০৮:০৫ রাত

"দ্বন্দ্বে কোন আনন্দ নাই, আপস করো ভাই, লিগ্যাল এইড আছে পাশে, কোনো চিন্তা নাই" এই স্লোগানকে সামনে রেখে নেত্রকোনার পূর্বধলায় জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৮ এপ্রিল) বেলা ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে র‍্যালি শেষে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ানা কবিরের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজনীন আক্তার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুহাম্মদ মাহমুদুল হাসান মামুন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. হাবিবুর রহমান ফকির, জেলা বিএনপির সদস্য ও সাবেক ঘাগড়া ইউপি চেয়ারম্যান আহমদ আলী সরকার, সদর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ আব্দুর রাশিদ, উপজেলা যুবদলের সাবেক সভাপতি এম এ মান্নান, সাংবাদিক মো. এমদাদুল ইসলাম, পূর্বধলা থানার সাব-ইন্সপেক্টর মো. হাবিবুর রহমান, ব্র্যাক প্রতিনিধি মো. আরিফুল ইসলাম এবং গ্রাম আদালত সমন্বয়কারী মোহাম্মদ বদিউজ্জামান বাদল।

অনুষ্ঠানে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রধান, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

আলোচনায় বক্তারা আইনি সহায়তার গুরুত্ব তুলে ধরেন এবং সবাইকে বিনামূল্যে আইনগত সহায়তা গ্রহণের আহ্বান জানান।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত