ভালুকায় পাইওনিয়ারের বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

আবুল বাশার শেখ
প্রকাশ : ২৮ এপ্রিল ২০২৫, ০৭:৫৪ বিকাল

ময়মনসিংহের ভালুকায় ‘সুন্দর কর্মপরিবেশ,সমৃদ্ধ বাংলাদেশ’ এই শ্লোগানকে সামনে রেখে ‘পাইওনিয়ার নীটওয়্যারস্ (বিডি) লিঃ’ এর আয়োজনে ‘জাতীয় পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা দিবস’ উদযাপন উপলক্ষ্যে এক বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৫ পালন করা হয়েছে।
সোমবার (২৮এপ্রিল) সকালে উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের লবনকোঠা এলাকায় অবস্থিত ‘পাইওনিয়ার নীটওয়্যারস্ (বিডি) লিঃ’ সেকশন-২ এর আয়োজনে বৃক্ষ রোপণ কর্মসূচির শুরুতে কারখানার এডমিন সেকশনের সামনে থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি কারখানার বিভিন্ন সেকশন পদক্ষিন করে ১নং গেইটের (ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের সাথে) সামনের বাগানে গিয়ে বিভিন্ন ফলজ ও বনজ বৃক্ষের কয়েশ চারা রোপণ করেন। পরে কারখানার হলরুমে বৃক্ষরোপন সংক্রান্ত এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বৃক্ষরোপণ কর্মসূচিতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাইওনিয়ার নীটওয়্যারস্ (বিডি) লিঃ এর এজিএম (প্রডাকশন) সাজু বড়ুয়া, মনিরুজ্জামান (এজিএম), মোঃ লুৎফুল কবির (সিনিয়র ম্যানেজার, এইচ.আর.এ.সি) উদয় হোসেন (ম্যানেজার, কমপ্লায়েন্স), হায়দার হোসেন (অডিট হেড), আফজাল হোসেন (একাউন্টস্ হেড), লিয়াকত পাটোয়ারি (পিএম), হান্নান (পিএম), মুন্না (পিএম), কমপ্লায়েন্স অফিসার আল আমিন, জাকির, শুভ, দিবা, ইফফাত সহ অংশগ্রহনকারী কমিটি (পিসি), সেইফটি কমিটি ও ক্যান্টিন কমিটির সকল সদস্যবৃন্দ।
আলোচনা সভায় আলোচকগণ বর্তমান বিশ্ব ও বাংলাদেশের পরিবেশে বৃক্ষরোপণের নানা দিক তুলে ধরেন। একই সাথে সবাইকে একটি করে বৃক্ষের চারা রোপনের আহ্বান জানান।