মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২
শিরোনাম

পূর্বধলায় ডাচ্ বাংলা ব্যাংকের আর্থিক সাক্ষরতা কর্মশালা অনুষ্ঠিত


  নাহিদ আলম, স্টাফ রিপোর্টার

প্রকাশ :  ২৮ এপ্রিল ২০২৫, ০৮:০৬ রাত

নেত্রকোণার পূর্বধলায় ডাচ্ বাংলা ব্যাংক পিএলসি’র উদ্যোগে আর্থিক সাক্ষরতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৮ এপ্রিল) সকাল ১১টায় পূর্বধলা প্রেসক্লাব মিলনায়তনে এই কর্মশালার আয়োজন করা হয়।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাচ্ বাংলা ব্যাংকের হেড অব এফআইসিডি মোঃ ফরহাদ মাহমুদ।

 

এছাড়া উপস্থিত ছিলেন নেত্রকোণা শাখার ব্যবস্থাপক মোঃ মনছুর রহমান, ময়মনসিংহ মোবাইল ব্যাংকিং রিজিওনাল ম্যানেজার মোঃ ফিরোজ আলম, নেত্রকোণা রকেট ও এবি অফিসের সিনিয়র কমপ্লায়েন্স ম্যানেজার ও ইনচার্জ নিবাস চন্দ্র কর্মকার এবং এরিয়া ম্যানেজার মোঃ আবু সায়েম।

কর্মশালায় ব্যাংকিং কার্যক্রম, ডিজিটাল লেনদেনের নিরাপত্তা, সঞ্চয়ের গুরুত্ব এবং আর্থিক ব্যবস্থাপনার নানা বিষয় নিয়ে আলোচনা করা হয়।

আয়োজকরা বলেন, দেশের অর্থনৈতিক অগ্রগতির জন্য আর্থিক সাক্ষরতা জরুরি। সাধারণ মানুষের মধ্যে ব্যাংকিং ব্যবস্থাপনা সম্পর্কে সচেতনতা বাড়াতেই এ কর্মশালার আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানে বিভিন্ন এজেন্ট ব্যাংক পরিচালক, জনপ্রতিনিধি, গ্রাহক, সাংবাদিক, ব্যবসায়ী, স্কুল-কলেজের শিক্ষার্থীসহ নানা শ্রেণিপেশার মানুষ অংশগ্রহণ করেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত