ইরানের বন্দরে বিস্ফোরণে নিহত বেড়ে ৪০, আহত ৮০০

আরবান ডেস্ক
প্রকাশ : ২৮ এপ্রিল ২০২৫, ১১:৩৫ দুপুর

বিস্ফোরণের ২৪ ঘণ্টা পরেও আগুন নেভেনি ইরানের শহীদ রাজয়ি বন্দরে। বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪০ জনে। আহত হয়েছেন আরও ৮০০ জন।
বার্তা সংস্থা এএফপি ও রয়টার্স এ তথ্য দিয়েছে। এদিকে ইরানের বিস্ফোরণের ঘটনায় ‘সহানুভূতি’ প্রকাশ করে শোক প্রকাশ করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন তিনি। তবে এখানেই থেমে ছিলেন না রুশ প্রেসিডেন্ট। আগুন নেভানোর জন্য রাশিয়ার ফায়ার সার্ভিসের বিশেষ দলকে ইরান যাওয়ার নির্দেশ দিয়েছেন। আগুন নিয়ন্ত্রণে আনার জন্য বিশেষ উড়োজাহাজও পাঠানোর ঘোষণা দেন তিনি।
ইরানের রাষ্ট্রায়ত্ত্ব গণমাধ্যম ইরনার পক্ষ থেকেও বিষয়টি জানানো হয়েছে। তেহরানে রাশিয়ার দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়, প্রেসিডেন্ট পুতিনের নির্দেশের পরই দ্রুত জরুরি সেবা তেহরানে পাঠানো হয়। একাধিক উড়োজাহাজে করে দক্ষ কর্মী ও বিশেষজ্ঞদের পাঠাচ্ছে। এদিকে রাশিয়ার জরুরি সেবা মন্ত্রণালয় জানিয়েছে, আগুনে নেভানোর বিশেষায়িত একটি উড়োজাহাজ পাঠানো হয়েছে।
ইরানের বৃহত্তম বাণিজ্যিক নগর বন্দর আব্বাসের কাছে গত শনিবার এ বিস্ফোরণ ঘটে। ওই এলাকা রাজধানী তেহরান থেকে ৬২০ মাইল দক্ষিণে অবস্থিত।
এদিকে রোববার ঘটনাস্থল পরিদর্শন করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি উদ্ধারকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। বিস্ফোরণের কারণ অনুসন্ধানে তদন্তের নির্দেশ দিয়েছেন তিনি।