নেত্রকোনায় নানা আয়োজনে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উদযাপন

মো: আরিফুল ইসলাম
প্রকাশ : ০৬ এপ্রিল ২০২৫, ০২:৫৭ দুপুর
_original_1743929813.jpg)
নানা আয়োজনে নেত্রকোনায় জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উদযাপিত হয়েছে।
“তারুণ্যের অংশগ্রহণ খেলাধুলার মানোন্নয়ন” এই শ্লোগানকে প্রতিপাদ্য করে জেলা প্রশাসক কার্যালয়ে সামনে থেকে জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক বনানী বিশ্বাসের নেতৃত্বে বর্নাঢ্য র্যালি বের হয়। পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মুক্তাপাড়া মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক বনানী বিশ্বাস, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাফিকুজ্জামান, জেলা ক্রীড়া কর্মকর্তা সেতু আক্তার, প্রেস ক্লাবের সম্পাদক মাহবুবুল কিবরিয়া চৌধুরী, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মনিরুজ্জামান দুদু, জেলা জামাতে ইসলামির সহকারি সম্পাদক মো. দেলোয়ার হোসেন, জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় সংগঠক প্রীতম সোহাগসহ জেলা ক্রীড়া সংস্থার সদস্যবৃন্দ।
পরে আলোচনা সভা শেষে একটি প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়