সোমবার, ০৭ এপ্রিল ২০২৫, ২৪ চৈত্র ১৪৩১
শিরোনাম

মোহনগঞ্জে দ্বিগুণ ভাড়া নেওয়ার খবরে বাসে অভিযান, বাড়তি ভাড়া ফেরত


  মোঃ হাসান খান

প্রকাশ :  ০৬ এপ্রিল ২০২৫, ০৯:৪৬ সকাল

ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফেরা যাত্রীদের থেকে দ্বিগুণ ভাড়া আদায় করছিল বাসের লোকজন। 

এমন অভিযোগ পেয়ে  নেত্রকোণার মোহনগঞ্জ বাসস্ট্যান্ডে  অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। তবে অভিযান টের পেয়ে প্রায় সবগুলো বাসের কাউন্টার বন্ধ করে টিকেট সংশ্লিষ্টরা সটকে পড়ে। পরে বিভিন্ন মাধ্যমে খবর দিয়ে তাদের কাউন্টারে আনা হয়। 

উপজেলা নির্বাহী কর্মকর্তার দায়িত্বে থাকা সহকারী কমিশনার (ভূমি) এম এ কাদের  গত শুক্রবার রাতে ও শনিবার বিকেলে পৌর শহরের নওহাল এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় যাত্রীদের কাছ থেকে নেওয়া অতিরিক্ত ভাড়ার টাকা ফেরত দেওয়া হয়।

অভিযান সূত্রে জানা গেছে, মোহনগঞ্জ থেকে ঢাকা ও নারায়ণগঞ্জ চলাচলকারী বাসগুলোতে দ্বিগুণ দামে যাত্রীদের কাছে টিকিট বিক্রি করছিল। অন্যন্য সময় প্রতিজন ঢাকায় ৪০০ টাকা করে ও নারায়ণগঞ্জ ৪৫০ টাকায় যাতায়াত করতো। বর্তমানে ঢাকায় ৬০০ টাকা ও নারায়ণগঞ্জে ৯০০ টাকা করে নেওয়া হচ্ছিল।  

এসময় নারায়ণগঞ্জগামী ঐশী পরিবহন নামে একটি বাসের ১২০ জন যাত্রীর কাছ থেকে নেওয়া ভাড়ার অতিরিক্ত টাকা বাস কর্তৃপক্ষের থেকে আদায় করে ফেরত দেওয়া হয়। অন্যদিকে ঢাকাগামী ইরফান পরিবহন নামে একটি বাসকে অতিরিক্ত ভাড়া নেওয়ায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়।  

ভাড়া ফেরত পাওয়া যাত্রী রফিকুল মিয়া বলেন, সবসময় ৪৫০ টাকা করে নারায়ণগঞ্জ যাওয়া আসা করি। এবার ঈদ উপলক্ষে ৯০০ টাকা করে আমাদের থেকে নেওয়া হচ্ছে। আমরা তাদের কাছে জিম্মি। উপায় না দেখে পরিবারের ১০ সদস্যর জন্য ৯ হাজার টাকায় ১০টি টিকেট কিনেছিলাম।  এখন অতিরিক্ত নেওয়া টাকা সহকারী কমিশনারের মাধ্যমে ফেরত পেয়েছি। এমন অভিযান সব সময় চললে যাত্রীদের জন্য ভালো হতো।

সহকারী কমিশনার  এম এ কাদের বলেন,  ঈদ-পরবর্তী সময়ে কর্মস্থলে ফেরা মানুষের চাপ বেড়েছে স্টেশনগুলোতে।  সাধারণ মানুষের কাছ থেকে যেন ভাড়া বেশি না নেওয়া হয় সে জন্য মনিটরিং করছি। সেই সঙ্গে যাত্রীদের সঙ্গে কথা বলছি। যাঁদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া নিয়েছে তাঁদের টাকাটা ফেরত দেওয়ার ব্যবস্থা নিচ্ছি এবং সতর্ক করা হচ্ছে। এরপরও যদি অতিরিক্ত ভাড়া আদায় করে তাহলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত