সোমবার, ০৭ এপ্রিল ২০২৫, ২৪ চৈত্র ১৪৩১
শিরোনাম

জামালপুরে ট্রেইনি রিক্রুট কনস্টেবল(টিআরসি) নিয়োগ প্রস্তুতি সংক্রান্ত বিশেষ ব্রিফিং


  মো: খোরশেদ আলম, স্টাফ রিপোর্টার

প্রকাশ :  ০৬ এপ্রিল ২০২৫, ১২:০১ দুপুর

শনিবার (০৫ এপ্রিল ) দুপুর ৩:০০ ঘটিকায় পুলিশ লাইন্স ড্রিল শেডে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের লক্ষ্যে ০৬, ০৭ ও ০৮ এপ্রিল জামালপুর জেলার প্রার্থীদের শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ এবং শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষা, ২৮ এপ্রিল- সোমবার লিখিত পরীক্ষা, ৭ মে- বুধবার মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা সংক্রান্তে ব্রিফিং অনুষ্ঠিত হয়।
 
 
উক্ত ব্রিফিং-এ নিয়োগ বোর্ডের সভাপতি জামালপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম-সেবা মহোদয়।
 
নিয়োগ বোর্ডের অন্য দুই সদস্য হলেন শিবলী সাদিক, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্), শেরপুর, দেবাশীষ কর্মকার গৌরীপুর সার্কেল, ময়মনসিংহ।
 
পুলিশ সুপার, জামালপুর মহোদয় নিয়োগ কার্যক্রম সুষ্ঠু ও সুন্দর ভাবে সম্পাদনের লক্ষ্যে নিয়োগ কার্যক্রমে দায়িত্বপ্রাপ্ত সকল পুলিশ সদস্যকে যোগ্য প্রার্থী বাছাইয়ের জন্য পেশাদারিত্ব এবং নিষ্ঠার সাথে নিজ নিজ দায়িত্ব পালনের নির্দেশনা প্রদান করেন।
 
এসময় উপস্থিত ছিলেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অর্থ) মোঃ মাসুদ আনোয়ার(পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত), ইয়াহিয়া আল মামুন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), জামালপুর, মোঃ সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (দেওয়ানগঞ্জ সার্কেল), জামালপুর; সহকারী পুলিশ সুপার মোঃ সাইদুর রহমান(মাদারগঞ্জ সার্কেল), জামালপুর এবং জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ সহ নিয়োগ কার্যক্রমে সংশ্লিষ্ট সকল অফিসার ও ফোর্স উপস্থিত ছিলেন।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত