শেরপুর সীমান্তে বন্য হাতির হামলায় কৃষক আহত

রফিক মজিদ, শেরপুর প্রতিনিধি
প্রকাশ : ০৪ এপ্রিল ২০২৫, ১০:৩১ রাত

শেরপুরের শ্রীবরদী উপজেলা সীমান্তে বন্য হাতির হামলায় এক কৃষক গুরুতর আহত হয়েছেন।
আহত কৃষককে আশঙ্কা জনক অবস্থায় শেরপুর আধুনিক সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
৩ এপ্রিল শুক্রবার দুপুরে ঝুঁলগাও গ্রামের আরিং খোচা নামক স্থানে গরু চরাতে গিয়ে বন্য হাতির হামলায় আহত হয় ওই কৃষক।
আহত কৃষক মো চাঁনমল মিয়া (৬২) সিংগাবরুনা ইউনিয়নের সীমান্ত জনপদের ঝোলগাঁও গ্রামের মৃত টুনা শেখের ছেলে।
স্থানীয় গ্রামবাসীদের উদ্ধৃতি দিয়ে ময়মনসিংহ বন বিভাগের বালিজুরি বালিজুরী কর্মকর্তা মো সুমন মিয়া শুক্রবার বিকেলে জানায়, ময়মনসিংহ বন বিভাগের বালিজুরী রেঞ্জাধীন মালাকোচা বিটে ২০১৫-১৬ আর্থিক সনে সৃজিত উডলট বাগানে আরিং এর ঘুচা নামক স্থানে শুক্রবার দুপুর আনুমানিক দেড় টার দিকে কৃষক চানমল মিয়া গরু চরাতে গেলে বন্য হাতির আক্রমণের শিকার হয় তিনি। এ সময় তিনি গুরুতর আহত হলে তাকে স্থানীয়রা উদ্ধার করে আশংকা জনক অবস্থায় শেরপুর সদর হাসপাতালে নিয়ে যায়।
বন বিভাগের পক্ষ থেকে আহত কৃষককে সব ধরনের সহযোগিতা করা হবে বলে জানায় রেঞ্জার সুমন মিয়া। এছাড়া বিষয়টি বন বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে বলেও তিনি জানায়।