পূর্বধলা জগৎমণি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান

নাহিদ আলম, স্টাফ রিপোর্টার
প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:৩৯ বিকাল

নেত্রকোনার পূর্বধলার ঐতিহ্যবাহী শতবর্ষী বিদ্যাপীঠ পূর্বধলা জগৎমণি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় এর বার্ষিক ক্রীড়া, সাহিত্য-সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৬ ফেব্রুয়ারি) সকাল ১১টায় বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে পূর্বধলা জগৎমণি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) নূরে আলম সিদ্দিকী ( মামুন) এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূর্বধলা জগৎমণি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক শুধাংশু শেখর তালুকদার, পূর্বধলা জগৎমণি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক জনাব বাবুল চন্দ্র সরকার, উপজেলা একাডেমিক সুপারভাইজার মোহাম্মদ আব্দুল লতিফ, উপজেলা শিক্ষা সমিতির সভাপতি আগিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদরুজ্জামান মিন্টু, ঘাগড়া দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মোতালেব প্রমুখ।
এ সময় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, সাংবাদিক ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শুরু হয় পবিত্র কুরআন তিলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে।
মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে ছিল ভাষার মাসের গান, একক ও দলীয় সংগীত, একক ও দলীয় নৃত্য, কবিতা আবৃত্তি, কৌতুক, নাটক, স্কাউট দলের অংশগ্রহণে বিশেষ নাটিকা 'শিক্ষক ছাত্রের সম্পর্ক' ও বিশেষ নাচ ব্যাম্বু ডান্স।
সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে জগৎমণি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও কবি আব্দুস সালাম মন্ডল রচিত কাব্যগ্রন্থ "মানুষ প্রয়োজন" অমর একুশে বইমেলা ২০২৫ এ স্থান পাওয়া বইয়ের আনুষ্ঠানিক ভাবে মোড়ক উন্মোচন করা হয়। বইয়ের মোড়ক উন্মোচন করেন পূর্বধলা জগৎমণি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক শুধাংশু শেখর তালুকদার।
অনুষ্ঠান শেষে বিভিন্ন ইভেন্টে অংশগ্রহনকারী প্রতিযোগী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
অনুষ্ঠানের ১ম পর্ব সঞ্চালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক নুর আহমদ খান রতন ও ২য় পর্ব সঞ্চালনা করেন সহকারী শিক্ষক মেহেদী হাসান খান ও সহকারী শিক্ষিকা কামরুনাহার।