আরবান একাডেমিতে তারুণ্যের উৎসব উপলক্ষে ব্যাডমিন্টন টুর্নামেন্ট

নাহিদ আলম, স্টাফ রিপোর্টার
প্রকাশ : ১৯ জানুয়ারী ২০২৫, ১১:৫৭ দুপুর

“এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই ” প্রতিপাদ্যে সরকারি নির্দেশনার আলোকে নেত্রকোনার পূর্বধলায় "আরবান একাডেমিতে" তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষে অনুষ্ঠিত হয়েছে ছয় দলীয় ব্যাডমিন্টন টুর্নামেন্ট প্রতিযোগিতা।
শনিবার (১৮ জানুয়ারি) সকালে আরবান একাডেমি মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করেন ভাইস-প্রিন্সিপাল মো: ফিরোজ মিয়া।
টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নেত্রকোনা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক সৈয়দ মারুফুজ্জামান রাসের, পাঠরা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোকলেছুর রহমান, আরবান কো-অর্ডিনেটর আবুল আরশাদ, রত্না চক্রবর্তী প্রমুখ। এ সময় স্কুলের সকল শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
খেলায় ২টি গ্রুপে "ক গ্রুপ" (৫ম, ৬ষ্ঠ, ৭ম), ও "খ গ্রুপ" (৮ম, ৯ম, ১০ম) শ্রেনীর ৬টি টিম অংশগ্রহণ করে।