ঢাকা, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১
শিরোনাম

সাদপন্থীদের ফাঁসি ও সকল কার্যক্রম বন্ধে বিক্ষোভ মিছিল


  মো: আরিফুল ইসলাম

প্রকাশ :  ২৩ ডিসেম্বর ২০২৪, ১১:০৬ রাত

সাদপন্থীদের আস্তানা, এই বাংলায় হবে না, সাদপন্থীদের আস্তানা, নেত্রকোনায় হবে না।
এই স্লোগানকে সামনে রেখে সাদ পন্থীদের ফাঁসি ও সকল কার্যক্রম বন্ধে বিক্ষোভ মিছিল করে হেফাজতে ইসলাম।

সোমবার (২৩ ডিসেম্বর) দুপুরে হেফাজতে ইসলামের ব্যানারে বিশাল বিক্ষোভ মিছিল নেত্রকোনা পৌরশহরের মোক্তারপাড়া এলাকা হয়ে জেলা প্রশাসকের কার্যালয় অভিমুখে যাত্রা করে।

উক্ত মিছিলে জোবায়ের পন্থী তাবলিগ মুসল্লি, হেফাজতে ইসলামীর নেতা-কর্মীগণ, কওমি
মাদ্রাসার ছাত্র-শিক্ষক অংশগ্রহণ করেন। সহস্রাধিক হেফাজতে ইসলামের কর্মীদের এই মিছিলটি জেলা শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে অবস্থান নেয়।

বিক্ষোভ মিছিলের নেতৃত্ব দেন হেফাজতে ইসলামের জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক মুফতি তাহের কাশেমী।

এছাড়াও মিছিলে অংশগ্রহণ করেন সদস্য সচিব মাওলানা মাজহারুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক মাওলানা আব্দুল কাইয়ূম, হাফেজ মাওলানা দেলোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক মাওলানা আসাদুর রহমান আকন্দ সহ অনেকে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত