শেরপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে কলেজছাত্র হত্যার ঘটনায় শেখ হাসিনাসহ ৫৯ জনের নামে হত্যা মামলা
রফিক মজিদ, শেরপুর প্রতিনিধি
প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৪, ১১:৪৮ রাত
বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শেরপুরে গাড়ী চাপায় কলেজ ছাত্র শারদুল আশিষ সৌরভ হত্যার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনসহ ৫৯ জনকে আসামি করে আরও একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দুপুরে শেরপুরের সদর সিআর আমলী আদালতে এ নালিশী মামলা দায়ের করেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের স্পেশাল পিপি অ্যাডভোকেট আশরাফুন্নাহার রুবী। আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হাসান ভূঁইয়া বাদীর জবানবন্দি নিয়ে মামলাটি গ্রহণ করে তা পূর্ববর্তী মামলার প্রতিবেদন প্রাপ্তি সাপেক্ষে আদেশের জন্য রেখেছেন।
বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মো. আল আমিন মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হুকুমের আসামি করা হয়েছে। এছাড়া সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজামান কামাল, সাবেক হুইপ, শেরপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য আতিউর রহমান আতিক, শেরপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ছানুয়ার হোসেন ছানু, শেরপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য এডিএম শহিদুল ইসলাম, সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য ফাতেমাতুজ্জহুরা শ্যামলী, লক্ষ্মীপুরের সাবেক সংসদ সদস্য আনোয়ার হোসাইন খান, শেরপুরের বাসিন্দা সাবেক সচিব নজরুল ইসলাম ও আবদুস সামাদ, ডিআইজি আনিছুর রহমান, শেরপুরের সাবেক পুলিশ সুপার মোনালিসা বেগম, জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হুমায়ুন কবীর রুমানসহ পুলিশের আরও কয়েকজনকে।
এদিকে, এই মামলার ফলে আন্দোলনে গাড়িচাপায় সৌরভের মৃত্যুর ঘটনায় দুটি মামলা দায়ের হলো। এর আগে, সৌরভের বাবা ছোহরাব হোসেন বাদী হয়ে ২৭ আগস্ট প্রথম মামলাটি দায়ের করেন। ওই মামলায় সাবেক হুইপ আতিউর রহমান আতিক ও সাবেক সংসদ সদস্য ছানুয়ার হোসেন ছানুসহ ৮৭ জনকে স্বনামে ও অজ্ঞাত ২০০/৩০০ আসামি রয়েছেন।