ঢাকা, বৃহস্পতিবার, ১৭ অক্টোবর ২০২৪, ৩১ আশ্বিন ১৪৩১
শিরোনাম

শেরপুরে মূল্য তালিকা না থাকায় ৯ ব্যবসায়ীর  জরিমানা


  রফিক মজিদ, শেরপুর প্রতিনিধি

প্রকাশ :  ১৬ অক্টোবর ২০২৪, ০৭:২১ বিকাল

নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য তালিকা ও ক্রয় রসিদ প্রদর্শন না করায় শেরপুরের ঝিনাইগাতীতে ৯ ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। 

বুধবার (১৬ অক্টোবর) সকালে ঝিনাইগাতী বাজারে অভিযান না চালিয়ে এ জরিমানা করা হয়। 

অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল আলম রাসেল এবং উপজেলা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অনিন্দিতা রাণী ভৌমিক।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারকে স্থিতিশীল করতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। 

এসময় মূল্য তালিকা না থাকা এবং ক্রয় রসিদ প্রদর্শন না করতে পারায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর বিভিন্ন ধারায় ব্যবসায়ী আনোয়ার, হাসমত, কাশেম, জসিম, মোহাম্মদ আলী, রুবেল, সাইফুল, আমিনুল, আজাদ আলীকে ১৫ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।

অভিযান চলাকালীন সময়ে উপজেলা স্যানেটারী ইন্সপেক্টর মোহাম্মদ মুন্নাফ আলী, উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী ও পুলিশ সদস্যরা আদালতকে সহযোগিতা করেন। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল আলম রাসেল বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত