ঢাকা, বুধবার, ১৬ অক্টোবর ২০২৪, ৩১ আশ্বিন ১৪৩১
শিরোনাম

কলমাকান্দায় বিশ্ব খাদ্য দিবস উপলক্ষে অচাষকৃত খাদ্য প্রদর্শনী মেলা অনুষ্ঠিত


  ফখরুল আলম খসরু, কলমাকান্দা প্রতিনিধি

প্রকাশ :  ১৬ অক্টোবর ২০২৪, ০৪:৩৪ দুপুর

নেত্রকোণার কলমাকান্দা উপজেলার বনবেড়া গ্রামে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান বারসিক এর সহযোগিতায় বনলতা নারী সংগঠনের  উদ্যোগে বিশ্ব খাদ্য দিবস উপলক্ষে অচাষকৃত খাদ্য প্রদর্শনী মেলা আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

মেলায় মোট ১২টি স্টলে বৈচিত্র্যময় ৫০ টি অচাষকৃত খাদ্য প্রদর্শিত হয়। যেমন- জংলী কচু, গাচলী, লম্বা শামুক, জংলী লতা, শাপলা, জংলী কলার থোর, কলা গাছ, বড় শামুক, ছোট শামুক, ঝিনুক, কচুরিপানা, কাকড়া, হেলেঞ্চা, কলমীশাক, ঢেকিশাক, তাবুরী, চংগী, বাঁশকুড়ল, কচুমুখী, মানকচু, ফাওয়াংগা, জংলী টকপাতা, ফাসিম, তিত বেগুন, গিমা, মাসরুম, থানকুনি, কাক্কুচী, রিফুজি পাতা, কানথাপ, খিরিং, বাসক, মিগং, মিবিচ্রী, গানজেদ, স্থেং, কারিক্ষা, বিকি তিত্তা, চুনচুনি পাতা, টকলে পাতা, পাহাড়ি আলু, মিক্রাম, তেলাকুচি, দুধকচু, বেতপাতা, খাসিয়া মেন্ডা, দংকেলে, সেরেংকি, খেতাবরি। (এখানে অধিকাংশ অচাষকৃত খাদ্য গারো-হাজং আদিবাসীদের ভাষায় নামকরণকৃত। আর এগুলোর বাংলা কি নাম তা সনাক্ত করা সম্ভবয় হয়নি)।

প্রদর্শনী মেলায় আল্পনা নাফাক এর সঞ্চালনায় একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ভিক্টর ডিব্রা,  প্রধান অতিথি জনাব শংকর ম্রং আঞ্চলিক সহযোগী সমন্বয়কারী বারসিক নেত্রকোণা, গুঞ্জন রেমা, উপজেলা সমন্বয়ক কলমাকান্দা, রীনা নেংমিঞ্জা, আমেনা হাজং, কামনা হাজং প্রমূখ।

অচাষকৃত খাদ্য প্রদর্শনী মেলার লক্ষ্য উদ্দেশ্য তুলে ধরেন শংকর ম্রং আঞ্চলিক সহযোগী  সমন্বয়কারী বারসিক নেত্রকোণা। বক্তাগণ  অচাষকৃত খাদ্যের গুণাগুণ ও সংরক্ষণের গুরুত্ব  সম্পর্কে আলোচনা করেন এবং অচাষকৃত খাদ্য ভান্ডার সুরক্ষিত রাখার জন্য আহ্বান জানান।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত