আরবান একাডেমিতে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন
নাহিদ আলম, স্টাফ রিপোর্টার
প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৪, ০৩:৩১ দুপুর
"শিক্ষকের কন্ঠস্বর, শিক্ষায় নতুন সামাজিক অঙ্গীকার" এই প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোনার পূর্বধলার আরবান একাডেমিতে বিশ্ব শিক্ষক দিবস যথাযথ মর্যাদায় উদযাপন করা হয়েছে।
আরবান একাডেমির প্রিন্সিপাল সৈয়দ আরিফুজ্জামান-এর দিকনির্দেশনা ও পরামর্শে শনিবার (৫ অক্টোবর) সকালে বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়।
এ উপলক্ষে কবিতা আবৃত্তি, দেশাত্ববোধক গানের আয়োজন করা হয়। এসময় আরবান একাডেমির সকল শিক্ষক, শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, জাতি গঠনে শিক্ষকের অবদানের স্বীকৃতি স্বরূপ তাদের সম্মাননা জানানোর মাধ্যমে সকল শিক্ষককে উৎসাহিত ও অনুপ্রাণিত করার লক্ষে ৫ অক্টোবর ‘বিশ্ব শিক্ষক দিবস’ উদযাপন করার নির্দেশনা দেয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ।
বিশ্ব শিক্ষক দিবস উদযাপন নীতিমালা ২০২৪’ অনুযায়ী দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানসহ উপজেলা, জেলা ও জাতীয় পর্যায়ে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন করা হচ্ছে।