কলমাকান্দায় শিশু সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষন অনুষ্ঠিত
ফখরুল আলম খসরু, কলমাকান্দা প্রতিনিধি
প্রকাশ : ১৪ জানুয়ারী ২০২৬, ০৩:৪০ দুপুর
_original_1768383611.jpg)
নেত্রকোণার কলমাকান্দা উপজেলার রংছাতি ইউনিয়ন এর গারামপাড়ায় শিশু সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্পের আওতায় ও আয়োজনে উক্ত প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। প্রজেক্ট ম্যানেজার মি, স্বপন রংদী প্রশিক্ষণ উদ্বোধন করেন।
সমাজ কর্মী পরিচিতা দাজেলের পরিচালনায় এতে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক মো, ফখরুল আলম খসরু।।
সাংবাদিকতা বিকাশে শিশু সাংবাদিকতার উক্ত প্রশিক্ষণ সহায়ক ভূমিকা রাখবে।

_medium_1768464507.jpg)


_medium_1768459254.jpg)
 (1)_medium_1768385111.jpg)
 (1)_medium_1768384784.jpg)
