সোমবার, ০৫ জানুয়ারি ২০২৬, ২১ পৌষ ১৪৩২
শিরোনাম

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে পূর্বধলা প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল


  নাহিদ আলম, স্টাফ রিপোর্টার

প্রকাশ :  ০১ জানুয়ারী ২০২৬, ০৮:৪২ রাত

নেত্রকোনার পূর্বধলায় বেগম খালেদা জিয়া-এর মৃত্যুতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারপার্সন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী হিসেবে তার আত্মার মাগফিরাত কামনায় পূর্বধলা প্রেসক্লাবের উদ্যোগে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১ জানুয়ারি) সন্ধ্যায় পূর্বধলা প্রেসক্লাব মিলনায়তনে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে মরহুমার স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন পূর্বধলা প্রেসক্লাবের সভাপতি জুলফিকার আলি শাহীন এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. জায়েজুল ইসলাম।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সহ-সভাপতি নুর আহমদ খান রতন, সাবেক সভাপতি ও আমার দেশ পত্রিকার প্রতিনিধি শফিকুল আলম শাহীন, সাবেক সাধারণ সম্পাদক ও কালের কণ্ঠ–এর উপজেলা প্রতিনিধি গোলাম মোস্তফা, পূর্বধলার দর্পণ পত্রিকার সম্পাদক ও প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক কেবিএম নোমান শাহরিয়ার, সিনিয়র সদস্য নূর উদ্দিন মণ্ডল দুলাল, সদস্য জাকির আহমেদ খান কামাল, দৈনিক সংবাদ–এর উপজেলা প্রতিনিধি এমদাদুল ইসলাম, মো. হাবিবুর রহমান, ক্রীড়া সম্পাদক ও প্রতিদিনের সংবাদ–এর উপজেলা প্রতিনিধি আল মনসুর, আজকের আরবান–এর স্টাফ রিপোর্টার নাহিদ আলম, বিডি২৪ লাইভ–এর উপজেলা প্রতিনিধি আব্দুল্লাহ সাকিব, জিয়াউর রহমান প্রমুখ।

দোয়া ও মোনাজাত পরিচালনা করেন নিজ হোগলা মাদ্রাসার মুদার্রিস সাইফুল্লাহ মনসুর।

এ সময় বক্তারা বেগম খালেদা জিয়ার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, গণতন্ত্র পুনরুদ্ধারে তার ভূমিকা এবং দেশের রাজনীতিতে তার অবদান স্মরণ করেন।

শেষে মরহুমার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত