সোমবার, ০৫ জানুয়ারি ২০২৬, ২১ পৌষ ১৪৩২
শিরোনাম

কলমাকান্দায় শীতার্তদের মধ্যে কম্বল বিতরন


  ফখরুল আলম খসরু, কলমাকান্দা প্রতিনিধি

প্রকাশ :  ০১ জানুয়ারী ২০২৬, ০৬:১৬ বিকাল

নেত্রকোণার কলমাকান্দা উপজেলায় তীব্র শীত  ও ঘন কুয়াশা উপেক্ষা করে সন্ধ্যা হতে গভীর রাত পর্যন্ত অসহায় ও শীতার্ত মানুষের পাশে দাড়িয়েছেন কলমাকান্দা উপজেলা নির্বাহী অফিসার মাসুদুর রহমান। 
 
গত পক্ষকাল ব্যাপি অব্যাহত ভাবে দিনের দাপ্তরিক দায়িত্ব পালন শেষ করে রাতে উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে হত-দরিদ্র ও ছিন্নমূল মানুষের হাতে ব্যাক্তগত ভাবে কম্বল বিতরন করছেন।
 
হাড় কাঁপানো শীতে প্রান্তিক জনপদে মানুষের দুর্ভোগ লাঘবে এই উদ্যাোগ নিয়ে মাঠে নামেন ইউএনও মাসুদুর রহমান। 
 
স্হানীয় সূত্রে জানা গেছে, গভীর রাতে মাসুদুর  রহমান উপজেলার বিভিন্ন পাড়া, মহল্লায় গিয়ে রাস্তার পাশে অবস্থানরত ছিন্নমূল মানুষ, বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থী ও ঘরে থাকা দু:স্হদের মাঝে শীত বস্ত্র বিতরন করেন।
 
প্রশাসনের শীর্ষ কর্মকর্তার কাছ থেকে অপ্রত্যাশিত ভাবে এমন সহায়তা পেয়ে অনেক অসহায় মানুষ আবেগাপ্লুত হয়ে পরেন।
এব্যাপারে ইউএনও মাসুদুর রহমান বলেন, প্রচন্ড শীতে সাধারণ মানুষ যেন কষ্ট না করে সে-ই  চিন্তা থেকেই দুর্যোগ ব্যবস্হাপনা ও ত্রান মন্ত্রনালয়ের বরাদ্দ কৃত কম্বল নিয়ে সন্ধ্যা হতে গভীর রাত পর্যন্ত ঘরে ঘরে যাবার চেষ্টা করছি। সমাজের অসহায় মানুষের দু:সময়ে পাশে দাড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। 
সরকারের এই সহায়তা কার্যক্রমের মাধ্যমে আমরা সর্বোচ্চ সংখ্যক শীতার্ত মানুষের পাশে পৌঁছাতে চাই। 
প্রশাসনের পক্ষ হতে জানানো হয়েছে, শীতের তীব্রতা অব্যাহত থাকলে প্রয়োজন মতে এই কম্বল বিতরন কার্যক্রম আগামী দিন গুলিতেও অব্যাহত থাকবে। 
 
ইউএনও এর এই সমউপযোগী ও মানবিক উদ্যাোগে স্হানীয় সচেতন মহল সন্তোষ প্রকাশ করেছেন ও ভূয়সী প্রশংসা করেছেন। 
এ-সময়  অন্যদের মধ্যে সার্বিক সহযোগিতা করেছেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মো,মমিনুল ইসলাম ও উপ সহকারী প্রকৌশলী মাহমুদুল হাসান।। 
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত