শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫, ১২ পৌষ ১৪৩২
শিরোনাম

মণি সিংহ মেলা ডিসেম্বরের পরিবর্তে মার্চে অনুষ্ঠিত হবে


  নির্মলেন্দু সরকার বাবুল, দূর্গাপুর প্রতিনিধি

প্রকাশ :  ২৭ ডিসেম্বর ২০২৫, ০৩:৩৮ দুপুর

কমরেড মণি সিংহের প্রয়াণ দিবস উপলক্ষে প্রতিবছরই নেত্রকোণার দুর্গাপুরে অনুষ্ঠিত হয় ঐতিহ্যবাহী কমরেড মণি সিংহ মেলা। দেশের বর্তমান প্রেক্ষাপটে মেলা উপলক্ষে অনুষ্ঠিত মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকেলে সর্বস্তরের অংশগ্রহনের এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

৩৫তম প্রয়াণ দিবস উপলক্ষে প্রতিবছরই ৩১ ডিসেম্বর থেকে ০৬ জানুয়ারী পর্যন্ত সাতদিন ব্যাপি এ মেলা অনুষ্ঠিত হয়ে আসছে। এবার দেশের বর্তমান প্রেক্ষাপটে, সার্বিক পরিস্থিতি বিবেচনায় পূর্বনির্ধারিত সময়সূচি পরিবর্তন করে আগামী ২৫মার্চ ২০২৬ থেকে ৩১ মার্চ ২০২৬ পর্যন্ত সাত দিনব্যাপী এই মেলা আয়োজনের খসড়া তারিখ ঘোষণা করা হয়েছে। কমরেড মণি সিংহ স্মৃতি জাদুঘরের মিলনায়তনে মেলা উদযাপন কমিটির সভার সর্বসম্মত সিদ্ধান্ত মোতাবেক এই সিদ্ধান্ত নেয়া হয়।

এদিকে আগামী ৩১ ডিসেম্বর ২০২৫ তারিখে কমরেড মণি সিংহের মৃত্যুবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ উপলক্ষে শ্রদ্ধাঞ্জলি অর্পণ, র্যালি, আলোচনা সভা, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ দিনব্যাপী নানা কর্মসূচির মধ্যদিয়ে উৎযাপিত হবে বলে জানিয়েছে মেলা উদযাপন কমিটি। আলোচনা সভায়, মণিসিংহ মেলা উদযাপন কমিটির আহ্বায়ক ও বিশিষ্ট চিকিৎসক ডা. দিবালোক সিংহ এর সভাপতিত্বে, সাজসজ্জা ও প্রচার উপ-কমিটির আহ্বায়ক মোরশেদ আলমের সঞ্চালনায় বক্তব্য রাখেন, যুগ্ম আহ্বায়ক অজয় সাহা, যুগ্ম-আহবায়ক আব্দুল্লাহ্ আল মামুন মুকুল, সমন্বয়ক আলকাছ উদ্দিন মীর, স্বেচ্ছাসেবক উপ-কমিটির সদস্য সচিব বিদ্যুৎ সরকার, মাঠ ব্যবস্থাপনা উপ-কমিটির সদস্য সচিব শামছুল আলম খান, সাংস্কৃতিক উপ-কমিটির আহ্বায়ক নির্মলেন্দু সরকার বাবুল, যুগ্ম আহ্বায়ক শফিউল আলম স্বপন, প্রেসক্লাবের সভাপতি ও সাংস্কৃতিক উপ-কমিটির সদস্য সচিব তোবারক হোসেন খোকন, সাংবাদিক সমিতির সভাপতি ওয়ালী হাসান কলি, মাঠ ব্যবস্থাপনা উপ-কমিটির সদস্য আল ইমরান সম্রাট গণি, মেলা উদযাপন কমিটির সদস্য এডভোকেট মানেশ চন্দ্র সাহা, আজিম উদ্দিন সহ অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত