পূর্বধলায় খেলাফত মজলিসের মনোনয়ন ফরম সংগ্রহ করলেন মোশাররফ হোসেন খান
নাহিদ আলম, স্টাফ রিপোর্টার
প্রকাশ : ২৩ ডিসেম্বর ২০২৫, ০৯:১৬ রাত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ১৬১ নেত্রকোনা-৫ (পূর্বধলা) আসনে -এর প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন দলটির পূর্বধলা উপজেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা মোশাররফ হোসেন খান।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বেলা ১১টায় পূর্বধলা উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মো. আনিছুর রহমান খানের কার্যালয় থেকে প্রার্থীর পক্ষে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ফরম সংগ্রহ করেন দলীয় নেতাকর্মীরা।
এ সময় উপস্থিত ছিলেন খেলাফত মজলিস পূর্বধলা উপজেলা শাখার সহ-সভাপতি মাওলানা আবু তাহের, সহ-সভাপতি মাওলানা আবুল কাশেম, সাধারণ সম্পাদক মুফতি তোফাজ্জল হুসাইন, সাধারণ সম্পাদক মাওলানা রুহুল আমিন, মাওলানা সাইফুল্লাহ মানসুর, মাওলানা আবু ইউসুফ, মাওলানা আব্দুর নূরসহ দলীয় নেতাকর্মীরা।

দলীয় সূত্রে জানা গেছে, কেন্দ্রীয় সিদ্ধান্তে মোশাররফ হোসেন খানকে পূর্বধলা আসনে খেলাফত মজলিসের একক প্রার্থী হিসেবে মনোনীত করা হয়েছে। তিনি দীর্ঘদিন পূর্বধলা কেন্দ্রীয় জামে মসজিদ ও মাদ্রাসায় ইমাম, খতিব ও মুহতামিম হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি পূর্বধলা মিছবাহুল উলুম মহিলা মাদ্রাসার প্রিন্সিপাল হিসেবে দায়িত্বে রয়েছেন।
রাজনীতিতে নতুন হলেও সামাজিক ও ধর্মীয় অঙ্গনে একজন গ্রহণযোগ্য ব্যক্তিত্ব হিসেবে পরিচিত মোশাররফ হোসেন খান। তিনি আলেম সমাজের একটি বড় অংশকে সঙ্গে নিয়ে ইতোমধ্যে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন। উপজেলার বিভিন্ন ইউনিয়নে মসজিদ, মাদ্রাসা ও হাটবাজারে সংক্ষিপ্ত পথসভা ও মতবিনিময়ের মাধ্যমে দলীয় প্রতীক রিকশার পক্ষে ভোট চাচ্ছেন তিনি।
স্থানীয় রাজনীতি সংশ্লিষ্টদের মতে, ধর্মীয় নেতৃত্ব ও সামাজিক গ্রহণযোগ্যতার কারণে খেলাফত মজলিসের এই প্রার্থী আসন্ন নির্বাচনে একটি ভিন্ন মাত্রা যোগ করতে পারেন।

 (1)_medium_1766828972.jpg)

 (1)_medium_1766828303.jpg)

_medium_1766577981.jpg)

