রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫, ১২ আশ্বিন ১৪৩২
শিরোনাম

সরকারি সংস্থা সালোম এর ১৬০ জনকে আর্থিক সহায়তা প্রদান


  ক্লোডিয়া নকরেক কেয়া

প্রকাশ :  ২৭ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৫১ দুপুর

২৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার  বেসরকারি সংস্থা সালোম পানিহাটার উদ্যোগে আত্ন সহায়ক দলের ১৬০ জন নারী সদস্যের আত্ন নির্ভরশীল হিসেবে গড়ে তোলার জন্য   প্রতিজনকে তিন হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান  করা হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নালিতাবাড়ী উপজেলা নির্বাহী অফিসার ফারজানা আক্তার ববি। তিনি তার বক্তব্যে সদস্যদের উদ্দেশ্যে করে বলেন, নিজের কোন বাড়তি আয় থাকলে স্বামীর  উপর নির্ভর  হতে হবে না। ছেলে মেয়ের লেখাপড়ার  খরচও দিতে পারেন।  তা ছাড়া স্বামীর পাশাপাশি  সুন্দর  একটা  পরিবার  গঠন করতে ভূমিকা  রাখতে পারবেন। তিনি সালোমকে ধন্যবাদ  জানায় সরকারের  পাশাপাশি  পিছিয়ে পড়া গ্রামীণ মহিলাদের  ক্ষমতায়ন করার জন্য উদ্যোগ নেওয়া জন্য।

এ ছাড়াও উক্ত অনুষ্ঠানে  উপস্থিত  ছিলেন  সভাপতি  রেভা: ভানু চিসিম, সহ সভাপতি  রেভা:মৃদুল চাম্বুগং। অনুষ্ঠানটি পরিচালনা করেন, প্রজেক্ট ম্যানেজার বিপ্লব রিছিল।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত