ইসরায়েলি হামলায় একদিনে গাজায় নিহত ৬০

আরবান ডেস্ক
প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৫, ১১:২০ দুপুর

ইসরায়েলি সেনাদের টানা অভিযানে ফিলিস্তিনের গাজা উপত্যকায় আবারও রক্তাক্ত হয়েছে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সন্ধ্যা থেকে গতকাল শুক্রবার সন্ধ্যা পর্যন্ত অন্তত ৬০ জন প্রাণ হারিয়েছেন, আহত হয়েছেন আরও ১৪২ জন। শুক্রবার রাতে প্রকাশিত বিবৃতিতে এই পরিসংখ্যান জানানো হয়।
মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, হতাহতের প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে। কারণ ধ্বংসস্তূপের নিচে অসংখ্য মরদেহ চাপা পড়ে আছে, কিন্তু জনবল ও সরঞ্জামের অভাবে উদ্ধার সম্ভব হয়নি।
সরকারি হিসাবে দেখা যাচ্ছে, শুক্রবার সন্ধ্যার পর পর্যন্ত গত দুই বছরে ইসরায়েলি অভিযানে গাজায় মোট নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৬৫ হাজার ৫৪৯ জনে এবং আহত হয়েছেন ১ লাখ ৬৭ হাজার ৫১৮ জন।
শুধু সামরিক হামলা নয়, খাদ্য ও ত্রাণ সংগ্রহ করতে যাওয়া সাধারণ মানুষও রেহাই পাচ্ছেন না। গত ২৭ মে থেকে নিয়মিতভাবে ত্রাণ সংগ্রহের লাইনে থাকা ফিলিস্তিনিদের ওপর হামলা চালানো হচ্ছে। সর্বশেষ শুক্রবার ৫ জন নিহত ও ৩৩ জন আহত হন এ ধরনের এক হামলায়।
২০২৩ সালের ৭ অক্টোবর হামাস যোদ্ধারা ইসরায়েলে প্রবেশ করে আকস্মিক হামলা চালায়। এতে ১ হাজার ২০০ জন নিহত হন এবং ২৫১ জনকে জিম্মি করে নিয়ে যায় তারা। এর পরদিন থেকেই গাজায় সামরিক অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী, যা এখনও অব্যাহত।
সূত্র: আলজাজিরা