রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫, ১২ আশ্বিন ১৪৩২
শিরোনাম

পিআর পদ্ধতিতে নির্বাচন হলে কোন ফ্যাসিস্ট এর জন্ম হবে না-শেরপুরে ইসলামী আন্দোলন


  রফিক মজিদ, শেরপুর প্রতিনিধি

প্রকাশ :  ২৭ সেপ্টেম্বর ২০২৫, ০২:৫১ দুপুর

ইসলামী আন্দোলন বাংলাদেশ এর শেরপুর জেলা শাখার সাধারণ সম্পাদক ফখরুদ্দিন রাজিব বলেছেন, পিআর পদ্ধতিতে নির্বাচন হলে কোন ফ্যাসিস্ট এর জন্ম হবে না। ইতিপূর্বে আমরা দেখেছি দিনের ভোট রাতে হয়েছে। তাই তারা ফ্যাসিস্ট হয়ে উঠেছে। পিআর পদ্ধতিতে নির্বাচন হলে সকল দলের অংশগ্রহণ এবং সকল ভোটারের মূল্যায়ন থাকবে। বিগত নির্বাচনগুলো তো দেখা গেছে ৩৫ থেকে ৪০ পারসেন্ট ভোটে নির্বাচিতরা সংসদে গিয়ে সরকার গঠন করেছে। আর ৬০ পার্সেন্ট ভোটাদের কোন মূল্য নেই।

তিনি আরো বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও ১৪ দল এবং ভারতের দালাল জাতীয় পার্টির যতদিন বিচার না হবে ততদিন তাদের সমস্ত কার্যক্রম বন্ধ করতে হবে। 

২৬ সেপ্টেম্বর শুক্রবার বিকেলে শেরপুর জেলা শহরে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর শেরপুর জেলা শাখার আয়োজনে বিক্ষোভ মিছিল শেষে শহরের খরমপুর মোড়ে এক সমাবেশে তিনি এসব কথা বলেন। 

সভায় সভাপতিত্ব করেন জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট মতিউর রহমান। এ সময় সংগঠনের অন্যান্য নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত